মিজান-বা‌ছিরের বিরুদ্ধে দুই গোয়েন্দা কর্মকর্তার সাক্ষ্য

মিজান-বা‌ছিরের বিরুদ্ধে দুই গোয়েন্দা কর্মকর্তার সাক্ষ্য

অনলাইন ডেস্ক

পুলিশের বরখাস্ত ডিআইজি মিজানুর রহমান এবং দুর্নী‌তি দমন কমিশনের (দুদক) প‌রিচালক খন্দকার এনামুল বাছিরের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুই গোয়েন্দা কর্মকর্তা। বুধবার ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলমের আদালতে সাক্ষ্য দেন তারা।

এদিন সাক্ষ্য দিয়েছেন এনটিএমসির অতিরিক্ত পুলিশ সুপার নাজেম উদ্দিন ও মেজর নাহিদ। এ নিয়ে মামলায় ১৭ সাক্ষীর ৮ জনের জবানবন্দি গ্রহণ শেষ হলো।

আরও পড়ুন: 


আলাদা হওয়ার ভয়ে বিয়েই করেননি দুই ভাই


সাক্ষ্যগ্রহণ শেষে জেরার জন্য আসামিপক্ষ সময় আবেদন করেন। সেই আবেদন মঞ্জুর করে তাদের জেরা ও পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ২৯ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।

গত ১৯ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা দুদ‌কের প‌রিচালক শেখ মো. ফানা‌ফিল্লা এই মামলায় অভিযোগপত্র দা‌খিল করেন।

চলতি বছরের ১৮ মার্চ এই মামলায় তাদের দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ‌্যমে বিচার শুরুর নির্দেশ দেন একই আদালত।

গত ১৯ আগস্ট এই মামলার বাদী দুদকের প‌রিচালক শেখ মো. ফানা‌ফিল্লার জবানবন্দির মধ্য দিয়ে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

news24bd.tv কামরুল