যুক্তরাষ্ট্রের নাইটক্লাবে বন্দুক হামলায় নিহত ৩

যুক্তরাষ্ট্রের নাইটক্লাবে বন্দুক হামলায় নিহত ৩

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের হিউস্টন শহরে একটি নাইটক্লাবে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে তিন জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত আরও একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার কয়েক ঘণ্টা পরও হামলাকারীদের শনাক্ত করতে পারেনি পুলিশ। খবর এবিসি নিউজের।

গোলাগুলির সময় ক্লাবটিতে কমপক্ষে ৩০ জন মানুষ ছিলেন। এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, এ হামলায় দোষীদের খোঁজে শহরে জোরদার তল্লাশি শুরু হয়েছে।

পুলিশ সূত্র জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় রাত পৌনে ১০টার দিকে হিউস্টন শহরের ডিডি স্কাই ক্লাবে হামলা চালানো হয়। হিউস্টন পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, নাইটক্লাবে গোলাগুলিতে এ পর্যন্ত তিনজন মারা গেছেন।

অপর একজনের অবস্থাও আশঙ্কাজনক। পুলিশের ধারণা, কমপক্ষে দুজন বন্দুকধারী হামলা চালিয়েছে। তবে হামলাকারীদের সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।


আরও পড়ুন: অক্সফোর্ডের ভ্যাকসিনের ট্রায়ালে অংশ নেয়া স্বেচ্ছাসেবকের মৃত্যু


প্রত্যেক্ষদর্শী এক ব্যক্তি বলেন, ‌‌‌‌‌‌‌গুলি চলার সময় মেঝেতে পড়ে গিয়ে কোনো ভাবে নিজেদের রক্ষা করেছেন। তারপর, তাড়াহুড়ো করে তিনি ও তার বন্ধু সেখান থেকে পালিয়ে আসেন।

news24bd.tv আহমেদ