কপিল দেবের শারীরিক অবস্থা উন্নতি

কপিল দেবের শারীরিক অবস্থা উন্নতি

অনলাইন ডেস্ক

বিশ্বকাপজয়ী ভারতের সাবেক অধিনায়ক কপিল দেবের শারীরিক অবস্থা উন্নতির দিকে। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এই কিংবদন্তি ক্রিকেটার। টাইমস অব ইন্ডিয়া এমনটাই জানিয়েছে।

হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার দিল্লির একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

  ভর্তির পর তার এনজিওপ্লাস্টি করা হয়েছে।  

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, তিনি এখন সংকটমুক্ত এবং সুস্থতার পথে। আগামী কয়েক দিনের মধ্যেই হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে।


আরও পড়ুন: সাইনিং মানি ফিরিয়ে দিয়ে ঝন্টুর ছবি থেকে সরে গেলেন বাপ্পি


হাসপাতালের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, ‘কপিল দেবের মধ্যরাতে এনজিওপ্লাস্টি হয়েছে।

এখন তিনি আইসিইউতে আছেন। চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। তাঁর অবস্থা এখন স্থিতিশীল। কয়েক দিনের মধ্যেই তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে। ’

এদিকে হাসপাতাল থেকেই সবাইকে ধন্যবাদ জানিয়েছেন কপিল দেব। এক টুইট বার্তায় সাবেক এই কিংবদন্তি লিখেছেন, ‘আপনাদের ভালোবাসা এবং উদ্বেগের জন্য ধন্যবাদ। আপনাদের শুভেচ্ছাবার্তায় আমি আপ্লুত। আমি সুস্থ হয়ে উঠছি। ’

news24bd.tv নাজিম