নাটোরে নামাজরত অবস্থায় কৃষকের মৃত্যু

নাটোরে নামাজরত অবস্থায় কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

নাটোরের বাগাতিপাড়ায় নামাজরত অবস্থায় নূর ইসলাম (৫২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। উপজেলার দয়ারামপুর ইউনিয়নের শেখপাড়া পুকুরপাড় জামে মসজিদে শুক্রবার জুমার নামাজের সময় এ ঘটনা ঘটে।

নূর ইসলাম শেখপাড়া গ্রামের মৃত মজাহার উদ্দিনের ছেলে। শুক্রবার মাগরিব নামাজের পর জানাজা শেষে শেখপাড়া মাদ্রাসাসংলগ্ন সামাজিক গোরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

মসজিদের মুসুল্লি আনোয়ার হোসেন জানান, ছোট ছেলে রানাকে (১০) সাথে নিয়ে নূর ইসলাম মসজিদে জুমার নামাজ আদায় করতে যান। খুতবা শেষে ইমাম জুমার ফরজ নামাজ শুরু করেন। প্রথম রাকাতে সূরা ফাতেহা শেষে অন্য একটি সূরা শুরু করার পর নূর হোসেন হঠাৎ মসজিদের মেঝেতে পড়ে গিয়ে মারা যান।


আরও পড়ুন: জর্জিয়ায় বাইডেনের জয় কি আটকে যাচ্ছে?


বাবাকে মেঝেতে পড়ে যেতে দেখে ছেলে চিৎকার করে কাঁদতে থাকে।

পরে নামাজ শেষ করে মুসল্লিরা তার মরদেহ বাড়ি নিয়ে যান।

নূর ইসলাম নিজের জমিজমা চাষের পাশাপাশি খেজুর গাছ থেকে রস সংগ্রহের কাজ করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

শেখপাড়া পুকুরপাড় জামে মসজিদের ইমাম মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি একজন ভালো মানুষ ছিলেন।

news24bd.tv নাজিম