চাঁপাইনবাবগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে চৌডালায় দুই দিন ব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

মহানন্দা নদীতে অনুষ্ঠিত এ নৌকা বাইচ প্রতিযোগিতার প্রথম দিনে ১৩টি মাঝির দল অংশগ্রহণ করে। বৃহস্পতিবার দুপুরে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ২ দিন ব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতা শেষ হয়।


আরও পড়ুন: এসো পাখির বন্ধু হই


এ প্রতিযোগিতায় জিয়া মাঝির দল প্রথম স্থান অর্জন করে একটি ফ্রিজ পুরস্কার পায়। দ্বিতীয় স্থান অর্জন করে সাহেদ মাঝির দল ৩২ ইঞ্চি এলইডি টিভি ও মিলন মাঝির দল তৃতীয় স্থান অর্জন করে একটি ২৮ ইঞ্চি এলইডি টিভি পুরস্কার পায়।

উদ্বোধনী ও সমাপনী দিনে মহানন্দা নদীর দুই ধারে দর্শনার্থীদের ছিল উপচে পড়া ভীড়।

news24bd.tv তুষার

সম্পর্কিত খবর