শঙ্কামুক্ত নন অপূর্ব, প্লাজমা দেওয়ার পর বেড়েছে দুর্বলতা

শঙ্কামুক্ত নন অপূর্ব, প্লাজমা দেওয়ার পর বেড়েছে দুর্বলতা

নিজস্ব প্রতিবেদক

নাট্য অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে বৃহস্পতিবার ( ৬ নভেম্বর) এ পজিটিভ প্লাজমা দেওয়া হয়েছে। এরপর থেকেই তার শারীরিক দুর্বলতা বেড়েছে। এখন আবার কাঁশি শুরু হয়েছে তার। মোট কথা এখনো শঙ্কামুক্ত নন অপূর্ব।

নাট্য পরিচালক মিজানুর রহমান আরিয়ান এ কথা জানিয়েছেন।  

চিকিৎসকদের বরাত দিয়ে তিনি আরও জানান, নানা রকম পরীক্ষার পর অপূর্বর শারীরিক যে সমস্যাগুলো ধরা পড়েছে, সেগুলোর চিকিৎসা চলছে। আরও দুদিন পার না হলে চিকিৎসকেরা তাঁর প্রকৃত অবস্থা নিশ্চিত করতে পারছেন না। এখন বেশির ভাগ সময়ই ঘুমাচ্ছেন তিনি।


আরও পড়ুন: ট্রলে ট্রলে মার্কিন নির্বাচন


আরিয়ান জানান, বৃহস্পতিবার দুপুরে অপূর্বকে প্লাজমা দেওয়ার কথা ছিল। কিন্তু তাঁর শরীরের তাপমাত্রা ১০২ ডিগ্রি থাকায় সেটা আর সম্ভব হয়নি। পরে রাত ১২টার দিকে তাপমাত্রা ৯৮ ডিগ্রিতে নামলে তাঁকে প্লাজমা দেওয়া হয়।

তিনি জানান, নানা রকম টেস্ট করা হয়েছে। অপূর্ব ভাইয়ের বেশ কটি ইনফেকশন ধরা পড়েছে। চিকিৎসকেরা বলেছেন, অবস্থা মোটামুটি।  

এক সপ্তাহ আগে জ্বরে আক্রান্ত হন অপূর্ব। এরপর কোভিড-১৯ পরীক্ষা করা হয়। ২ নভেম্বর ফল পজিটিভ আসে। তার শরীরিক অবস্থার অবনতি হলে গতকাল (৩ নভেম্বর) বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

news24bd.tv নাজিম