মানসিক অসুস্থ্য এএসপিকে পিটিয়ে হত্যার অভিযোগ

আসিফ টিপু

 সুস্থ্য পুলিশের এক এএসপিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ওই হাসপাতালের কর্মচারিদের বিরুদ্ধে। শ্যামলীর আদাবরে মাইন্ড এইড হাসপাতালে এই ঘটনা ঘটেছে।

পরিবারের অভিযোগ, হাসপাতালের কর্মচারিরা পিটিয়ে তাকে হত্যা করেছে। সিসিটিভির ফুটেজেও তার সত্যতা মিলেছে।

জিজ্ঞাসাবাদের জন্য হাসপাতালের ব্যবস্থাপকসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।


 আরও পড়ুন: আজ ঐতিহাসিক ১০ নভেম্বর, শহীদ নূর হোসেন দিবস


পুলিশ জানিয়েছে, সোমবার সকালে আনিসুল করিম নামে ওই পুলিশ কর্মকর্তাকে মানসিক  চিকিৎসার জন্য আদাবরে মাইন্ড  এইড হাসপাতালে নিয়ে যান তার পরিবারের সদস্যরা।  

সিসিটিভি ফুটেজে দেখা যায়, চিকিৎসার নামে তাকে হাসপাতাল ভবনের দোতলার একটি কক্ষে নিয়ে চেপে ধরে মারধর করেন হাসপাতালের কর্মচারীরা।

এর কিছুক্ষণ পরই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।

পরে তাকে দ্রুত হৃদরোগ ইন্সটিটিউটে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

পরিবারের অভিযোগ, তাকে পিটিয়ে হত্যা করেছে হাসপাতালের কর্মচারিরা।

এই ঘটনায় মাইন্ড  এইড হাসপাতালের ব্যবস্থাপকসহ ছয়জনকে আটক করেছে আদাবর থানা পুলিশ। আনিসুল করিম ৩১তমবিসিএসে পুলিশ কর্মকর্তা হিসেবে নিয়োগ পান। সর্বশেষ তিনি বরিশাল মহানগর পুলিশে কর্মরত ছিলেন।

news24bd.tv তুষার

সম্পর্কিত খবর