এখনো বিদ্যুৎবিচ্ছিন্ন পুরো সিলেট

এখনো বিদ্যুৎবিচ্ছিন্ন পুরো সিলেট

নিজস্ব প্রতিবেদক

সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উপকেন্দ্র নিয়ন্ত্রণে এসেছে। তবে এ ঘটনায় পুরো সিলেটে এখনো বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে কুমারগাঁও ১৩২/৩৩ কেভি সঞ্চালন গ্রিড উপকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এর আগে বেলা ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

সিলেট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শওকত আলী জোয়ারদার আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন।


আরও পড়ুন: সাকিবকে হত্যার হুমকিদাতা মহসিন গ্রেপ্তার


সিলেট ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুনে বিদ্যুৎকেন্দ্রের দুটি ট্রান্সফরমার পুড়ে গেছে। ঘটনার পর থেকে পুরো সিলেটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞ একটি দল ঘটনাস্থলে পৌঁছে অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছে বলেও সূত্র জানায়।

বিদ্যুৎ বিতরণ বিভাগ-৪ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক জানান, সাব স্টেশনে অনেকগুলো প্যানেল আছে। কোনটি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা এখই বলা যাচ্ছে না।

সিলেট পল্লী বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী মোকাম্মেল হোসেন জানান, গ্রিডের দুটি ট্রান্সফর্মারে আগুন লেগেছিল। ট্রান্সফর্মার দুটি পুড়ে গেছে। এ অবস্থায় পুরো সিলেটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। তবে ফায়ার সার্ভিস ও আমাদের কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন যত তাড়াতাড়ি সম্ভব আমরা মেরামত করে পুনরায় বিদ্যুৎ সরবরাহ চালু করবো। তবে অগ্নিকাণ্ডে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনই নিরূপণ করা যাচ্ছে না।

সিলেটে পাওয়ার গ্রিডের আগুন নিয়ন্ত্রণে

সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ আগুন

news24bd.tv নাজিম