গোল্ডেন মনিরের দখলে ২ শতাধিক প্লট: র‌্যাব

গোল্ডেন মনিরের দখলে ২ শতাধিক প্লট: র‌্যাব

অনলাইন ডেস্ক

দীর্ঘকাল নির্বাঘ্নে সোনা চোরাচালানের মাধ্যমে হাজার কোটি টাকার মালিক বনে যাওয়া গোল্ডেন মনিরের সম্পদের পাহাড় বেরিয়ে আসছে এক এক করে। এই মনির এক সময় একটি কাপড়ে দোকানের কর্মচারী ছিলেন মাত্র।

স্বর্ণ চোরাকারবারের অবৈধ টাকা ঢাকতে তিনি গাড়ির ব্যবসা শুরু করেন। কিন্তু সেখানেও জালিয়াতির আশ্রয় নিতে পিছপা হননি।

  

রাজউকের কর্মকতাদের সঙ্গে যোগসাজশের মাধ্যমে তিনি ভূমি দখলও করেছেন।   

র‌্যাব জানিয়েছে,  রাজধানীতে গোল্ডেন মনিরের দখলে দুই শতাধিক প্লট আছে বলে তাদের কাছে তথ্য আছে।

গোল্ডেন মনিরের বাসায় অবৈধ অস্ত্র ও মাদক থাকার তথ্য পায় র‌্যাব। শুক্রবার (২০ নভেম্বর) শেষ রাত থেকে শনিবার (২১ নভেম্বর) বেলা সোয়া ১১টা পর্যন্ত তার মেরুল বাড্ডার বাসায় অভিযান চালানো হয়।

অভিযানে ১টি অবৈধ বিদেশি পিস্তল, কয়েক রাউন্ড গুলি, ৬০০ ভরি স্বর্ণ (আট কেজি), ১০টি দেশের মুদ্রা ও এক কোটি নয় লাখ টাকাসহ তাকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

স্ত্রীকে টোপ হিসেবে ব্যবহার করে চট্টগ্রামের পুলিশ কর্মকর্তা

র‌্যাব জানিয়েছে, এখন পর্যন্ত তার যে সম্পদের খোঁজ পাওয়া গেছে, তাতে বলা যায় তিনি দেড় হাজার কোটি টাকার মালিক।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর