উগান্ডায় বিক্ষোভে নিহত ৩৭, ববি ওয়াইনের মুক্তি লাভ

ববি ওয়াইন

উগান্ডায় বিক্ষোভে নিহত ৩৭, ববি ওয়াইনের মুক্তি লাভ

অনলাইন ডেস্ক

কভিড-১৯ নিষেধাজ্ঞা অমান্য করার দায়ে গ্রেপ্তার করা হয়েছিল উগান্ডার বিরোধী জনপ্রিয় নেতা ববি ওয়াইনকে। তাকে গ্রেপ্তারের প্রতিবাদে দেশজুড়ে শুরু হয় প্রতিবাদ ও বিক্ষোভ। আর এই বিক্ষোভে প্রাণ গেছে কমপক্ষে ৩৭ জনের।  

অবশেষে অবস্থা বেগতিক দেখে ৩৮ বছর বয়সী সংগীত শিল্পী থেকে রাজনীতিক বনে যাওয়া ববি ওয়াইনকে শুক্রবার জামিনে মুক্তি দেয়া হয়।


আরও পড়ুন: ট্রেনের ধাক্কায় ট্রাকচালক নিহত, খুলনার সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ


অত্যন্ত জনপ্রিয় ববি ওয়াইন, ক্ষমসীন প্রেসিডেন্ট ইউরেই মুসেভেনি'র একজন ঘোরতর চ্যালেঞ্জার। প্রেসিডেন্ট মুসেভেনি, প্রায় ৪ দশক ধরে উগান্ডায় ক্ষমতায় রয়েছেন। ববি ওয়াইন তার পদত্যাগ দাবি করে আসছেন। সূত্র: ভয়েস অব আমেরিকা

news24bd.tv নাজিম