কেন বাস্তবায়িত হচ্ছে না স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুপারিশ

কেন বাস্তবায়িত হচ্ছে না স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুপারিশ

রিশাদ হাসান

শহরে স্বাস্থ্যবিধি মেনে চলার অভাব আর প্রান্তিকে তৃণমূলের সংগঠন গুলোর দুর্বলতা-মহামারী মোকাবিলায় বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ দল। এ কারণেই স্বাস্থ্য মন্ত্রণালয়ে দেওয়া ১৩ দফা সুপারিশ বাস্তবায়ন কঠিন হবে। তবে পরিস্থিতির উন্নয়নে রাজনৈতিক সদিচ্ছা খুব গুরুত্বপূর্ণ বলে মনে করেন তারা।

মাস্ক পরিধান এখন বাধ্যতামূলক।

তবে রাজধানীতে রাজপথে যারা বেরিয়ে পড়েন তাদের অধিকাংশই মাস্কবিহীন। ফলে নিয়মিতই অনেককে গুনতে হচ্ছে জরিমানা।

এছাড়াও বাজার বা জনসমাগম এলাকাগুলোতে এখন আর কেউ স্বাস্থ্যবিধি মানেন না। এই হলো বাংলাদেশে করোনা মহামারী মোকাবিলার বাস্তবতা।

স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ দলের সদস্য ড. মুশতাক হোসেন বলছেন, মহামারী মোকাবিলায় যে ১৩ দফা সুপারিশ তারা দিয়েছেন তা শহরাঞ্চলে বাস্তবায়ন সবচেয়ে কঠিন।

আরেক সদস্য আইইডিসিআর এর মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা বলছেন, কন্টাকট্রেসিং এর জন্য সরকারের সবগুলো সংস্থাকে যুক্ত করা ছাড়া কোনো বিকল্প নেই।

১২ বছর প্রেমের পর বিয়ে করছেন অঙ্কুশ

দেশেব্যাপি বিস্তৃত স্বাস্থ্য কাঠামোকে সক্রিয় করার পাশাপাশি, রাজনৈতিক সদিচ্ছা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মত তাদের।
সরকারি সংস্থাগুলোর পাশাপাশি, এনজিও ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকেও তাই সক্রিয় ভূমিকা পালনের পরামর্শ তাদের।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর