করোনায় রিয়েল এস্টেট ব্যবসায়ী গোলাম রহমান সেলিমের মৃত্যু

করোনায় রিয়েল এস্টেট ব্যবসায়ী গোলাম রহমান সেলিমের মৃত্যু

অনলাইন ডেস্ক

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন রিয়েল এস্টেট ব্যবসায়ী গোলাম রহমান সেলিম (৪৬)। বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান ‘বসুন্ধরা গ্রুপ’র নিউইয়র্কস্থ উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা গোলাম মেহরাজের ছোটভাই সেলিম করোনায় আক্রান্ত হয়ে এস্টোরিয়াস্থ মাউন্ট সিনাই হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১৩ নভেম্বর।

চিকিৎসকরা সর্বাত্মক চেষ্টা করেও তাকে বাঁচাতে পারলেন না। ২ ডিসেম্বর বুধবার সকালে তিনি হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানান গোলাম মেহরাজ।

তিনি স্ত্রী ও এক কন্যা সন্তান রেখে গেছেন। তারা ঢাকায় বাস করেন। সেলিমের নামাজে জানাযা শেষে বৃহস্পতিবার লং আইল্যান্ডে ওয়াশিংটন মেমরিয়াল মুসলিম গোরস্থানে দাফন করার কথা। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় প্রবাসীদের দোয়া চেয়েছেন মুক্তিযোদ্ধা গোলাম মেরাজ।

আরও পড়ুন: পুলিশের অনুমতি নেই, ইসলামী দলগুলোর শুক্রবারের বিক্ষোভ স্থগিত

উল্লেখ্য, করোনার দ্বিতীয় ধাক্কায় দুদিন আগে মারা গেছেন নিউইয়র্কের আরেক প্রবাসী শিক্ষক আবুল কালাম আজাদ (৬৮)। এখনও নিউইয়র্কেরর বিভিন্ন হাসপাতালে শতাধিক বাংলাদেশি চিকিৎসা নিচ্ছেন বলে সর্বশেষ প্রাপ্ত সংবাদে জানা গেছে।

এছাড়া, করোনা টেস্টে পজিটিভ রেজাল্ট পাওয়া সহস্রাধিক প্রবাসী চিকিৎসকের পরামর্শে বাসায় থেকে ওষুধ গ্রহণ করছেন।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর