চার সমাজের চার শিল্পীর ডিজিটাল ফলোয়ারের সমীক্ষা

চার সমাজের চার শিল্পীর ডিজিটাল ফলোয়ারের সমীক্ষা

প্রীতম আহমেদ

আমরা একটা অদ্ভুত সমাজে পদার্পন করেছি। আমাদের জীবন-যাপন, প্রেম-বিরহ, ভালো-মন্দ, রুচি-অরুচি সকলই কৌতুকপূর্ণ ও সৃজনহীন।  

সারা পৃথিবীর সঙ্গীত শিল্পের দুনিয়ায় জীবন্ত বিস্বয় ওস্তাদ জাকির হোসেন। তিনি না জন্মালে আধুনিক পৃথিবী তবলা বাদ্য কৌশলের নিপুন কারুকার্য জানতেনই না হয়তো।

আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়ছি সেখানে তার বাজনা কৌশল নিয়ে বিশেষভাবে পড়ানো হয়। আজকের সামাজের পছন্দের তালিকায় তার ফলোয়ার মাত্র ১ লাখ ৪২ হাজার।  

পৃথিবীতে আর একটা গোলাম আলী আসবেননা কোনদিন। জীবনের অর্ধেক বয়সী সময় শুধু ব্যয় করে গেছেন সঙ্গীত সাধনায়।

সুরের মুর্ছনায় শতকোটি মানুষের হৃদয় উজার করা ভালোবাসা পেয়েছেন। তার ডিজিটাল দুনিয়ার ভক্ত মাত্র ৫২ হাজার।

রিচার্ড মার্ক্স এর গানকে অতিক্রম করে আজ পর্যন্ত পাশ্চাত্যের কোন বড়দিনের গান করতে পারেনি কেউ। আর অনাবিল প্রেমের গান ইংরেজী পপ সংগীতকে সমৃদ্ধ করেছে কয়েক যুগ ধরে। তার আজ পর্যন্ত ফলোয়ার ৮ লাখ।

হিরো আলম সম্পর্কে কোন মন্তব্য করব না। তার ফলোয়ার ১.১ মিলিয়ন।  

কাউকে কটাক্ষ করতে নয়। বাংলাদেশ, ভারত,পাকিস্তান, আমেরিকা এই চার ভাষার, চার সমাজের চার শিল্পীর ডিজিটাল ফলোয়ারের সমীক্ষা তুলে ধরলাম মাত্র।  

- প্রীতম আহমেদ (ফেসবুক থেকে সংগৃহীত)


আরও পড়ুন: আমরা কি এমন দেশ চেয়েছিলাম?


news24bd.tv কামরুল