রেল দুর্ঘটনায় ট্রাক্টর চালক নিহত

রেল দুর্ঘটনায় ট্রাক্টর চালক নিহত

নিজস্ব প্রতিবেদক

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রেল দূর্ঘটনায় এক ট্রাক্টর চালক নিহত হয়েছেন। আজ সকাল ১১টার দিকে উপজেলার যাদুপুর রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আমনুরা রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।  

নিহত ট্রাক্টর চালক গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের উদয়নগর গ্রামের বকুলের ছেলে নাসির উদ্দীন (২৮)।

স্থানীয়দের বরাত দিয়ে এএসআই সোহেল রানা জানান, সকাল ১১টার দিকে নাচোলের যাদুপুর রেলক্রসিং পার হতে গিয়ে ট্রাক্টরটি রেললাইনে আটকে যায়। এসময় ইশ্বরদী থেকে ছেড়ে আসা রহনপুরগামী কমিউটার ট্রেনটি ট্রাক্টরটিকে ধাক্কা দেয়।  


আরও পড়ুন: 

‘ভাস্কর্যের বিরোধিতা আর বঙ্গবন্ধুর বিরোধিতা এক নয়’, লিখে বহিষ্কার নেতা

দেবর-ভাবির পরকিয়া, প্রেমের ছলে হাত-পা বেঁধে খুন

মাদরাসা থেকে বেরিয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর

চার সমাজের চার শিল্পীর ডিজিটাল ফলোয়ারের সমীক্ষা

ঘন কুয়াশার সঙ্গে ঝিরঝির বৃষ্টি শুরু


এতে ট্রাক্টরের ইঞ্জিন ট্রেনের ইঞ্জিনের সঙ্গে আটকে যায় এবং ট্রেনের চাকায় দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই মারা যায় ট্রাক্টর চালক নাসির। পরে খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নাসিরের মরদেহ উদ্ধার করে।

এদিকে, ঘটনার পর রহনপুর ষ্টেশন মাস্টার মির্জা কামরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে স্থানীয়রা জানান, ওই রেলক্রসিংটি দীর্ঘদিন ধরেই অরক্ষিত ছিলো।

news24bd.tv নাজিম