ইউটিউবসহ গুগলের বিভিন্ন সেবায় বিভ্রাট

ইউটিউবসহ গুগলের বিভিন্ন সেবায় বিভ্রাট

অনলাইন ডেস্ক

বিশ্বের বিভিন্ন দেশে জিমেইল, ইউটিউবসহ গুগলের বিভিন্ন সেবা বিভ্রাটের কবলে পড়েছে।

বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা নাগাদ হঠাৎ ইউটিউব, জিমেইল, গুগল ড্রাইভ, হ্যাংআউট, গুগল মিট, গুগল অ্যাসিস্ট্যান্ট, গুগল ডকসের মত সেবাগুলোয় ঢুকতে পারছিলেন না গ্রাহকরা।

প্রতিষ্ঠানের অন্যান্য সেবা ব্যবহার করা না গেলেও সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে সমস্যা হয়নি।  

ওয়েবসাইট ট্র্যাকিং সাইট ডাউন ডিটেক্টরে গিয়ে দেখা গেছে, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভ্রাটের কবলে পড়ছে গুগল সেবাগুলো।


আরও পড়ুন:

‘সালমান শাহ’ হত্যা মামলায় গ্রেপ্তার ২

'জীবনে অনেক ভুল করে দেউলিয়া হয়েছি'

স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড


ঠিক কী কারণে এই গোলযোগ হয়েছে, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য জানায়নি গুগল।   ইউটিউব, জিমেইল, গুগল ড্রাইভে ক্লিক করার পর শুধু ‘এরর’ মেসেজ দেখাচ্ছিলো প্রতিষ্ঠানটি।

সন্ধ্যা ৬টা ২৫ নাগাদ বিভ্রাটের শিকার অনেকগুলো সেবা ফের স্বাভাবিক হতে শুরু করে।   তবে কিছু সেবা তখনও পুরোপুরি ঠিক হয়নি।

এর আগে গত ২০ আগস্ট বেশ দীর্ঘ সময়ের জন্য বিভ্রাটের কবলে পড়েছিল জিমেইল।   করোনাভাইরাস মহামারীর এই সময়ে পুরো বিশ্বে অনেক মানুষকে বাসা থেকে কাজ করতে হচ্ছে।   বিভিন্ন ফাইল আদান প্রদানের জন্য জনপ্রিয় জিমেইলের বিভ্রাট সবচেয়ে বেশি ভুগিয়েছে গ্রাহকদের।  

news24bd.tv নাজিম