আন্দোলনে সংহতি জানিয়ে আত্মহত্যা

আন্দোলনে সংহতি জানিয়ে আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের নতুন কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সঙ্গে সংহতি জানিয়ে আত্মহত্যা করেছেন এক শিখ পুরোহিত।

বুধবার বিকেলে হরিয়ানা রাজ্যের গুরুদুয়ারার পুরোহিত বাবা রাম সিং সোনিপাত সীমান্তে নিজের ওপর গুলি চালিয়ে আত্মহত্যা করেন।

আত্মহত্যার আগে তিনি একটি নোট রেখে যান।

তিনি লিখেছেন, সরকারের অন্যায় আচরণের বিরুদ্ধে ক্ষোভ ও ব্যাথা প্রকাশ করতেই আত্মহত্যা করছেন তিনি।

এই ঘটনায় আন্দোলনে যোগ দেওয়া লাখ লাখ কৃষকের মধ্যে ক্ষোভ আরও বেড়েছে। রাম সিং-এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ অনেকেই।

আরও পড়ুন: তুষার ঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের ৫ কোটি মানুষ

চীন ও আমিরাতভিত্তিক ৪ কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

এদিকে, বৃহস্পতিবার কৃষকদের প্রতিবাদের পক্ষে এবং বিপক্ষে একাধিক আবেদনের শুনানি হয় সুপ্রিম কোর্টে। সেখানে আইনের বিরুদ্ধে প্রতিবাদ করার মৌলিক অধিকারকে স্বীকৃতি দেন সর্বোচ্চ আদালত।

তবে বিক্ষোভের নামে জান-মালের ক্ষতি করার অধিকার কারও নেই বলে উল্লেখ করেন।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর