করোনা শনাক্তের পরও প্রেসিডেন্সির দায়িত্বে ম্যাক্রোঁ

করোনা শনাক্তের পরও প্রেসিডেন্সির দায়িত্বে ম্যাক্রোঁ

অনলাইন ডেস্ক

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ করোনায় আক্রান্ত হয়েছে। ম্যাক্রোঁর বর্তমানে সাত দিনের আইসোলেশনে রয়েছেন।

দেশটির প্রেসিডেন্ট দপ্তর থেকে তথ্য জানিয়ে বলা হয়েছে প্রেসিডেন্সির দায়িত্বে রয়েছেন ম্যাক্রোঁ। আইসোলেশনে থেকেই তিনি দায়িত্ব চালিয়ে যাবেন।

জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য বলছে, এ পর্যন্ত ফ্রান্সে করোনায় আক্রান্ত হয়েছে ২৪ লাখের মতো। মারা গেছে ৫৯ হাজার ৪০০ জনের বেশি।

আরও পড়ুন: এনজিওকর্মীর কব্জি কেটে টাকা ছিনতাই, র‌্যাবের জালে ধরা ৪ নারী-পুরুষ

পাঁচদিন পর জ্ঞান ফিরল আনিসুরের, সব হারিয়ে শুধু কাঁদছেন তিনি

বৃহস্পতিবার এলিসি প্যালেসের বিবৃতিতে আরও বলা হয়, ফরাসি প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত হয়েছেন। প্রাথমিক উপসর্গ দেখা দেওয়ার পরই তিনি নমুনা পরীক্ষা করান।

কার সংস্পর্শে ম্যাক্রোঁ করোনায় আক্রান্ত হয়েছেন, তা জানা যায়নি। সম্প্রতি তিনি যাদের সঙ্গে সাক্ষাত করেছেন তাদের কারও থেকেই ম্যাক্রোঁ আক্রান্ত হয়েছেন।

প্রেসিডেন্ট দফতর জানায়, তারা সম্ভাব্য ব্যক্তিদের শনাক্তে কাজ করছে।  

করোনা আক্রান্ত হওয়ায় ম্যাক্রোঁর ২২ ডিসেম্বর লেবানন সফর বাতিল করা হয়েছে।

বুধবার ফ্রান্সে ১৭ হাজার ৭০০’র বেশি মানুষের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর