বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরকারীদের কোনো ছাড় নয়: হানিফ

বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরকারীদের কোনো ছাড় নয়: হানিফ

ফখরুল ইসলাম

বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। নিউজ টোয়েন্টিফোরকে তিনি একথা জানান।

আর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির ভাস্কর্য ভাঙচুরকারীদে দেশ ও জাতির শত্রু বলেছেন।   

কুষ্টিয়া কুমারখালীর কয়া মহাবিদ্যালয়ের সামনে বৃটিশবিরোধী আন্দোলনের নেতা বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর করে দুর্বৃত্তরা।


এর আগে ৪ ডিসেম্বর কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর করে দুই মাদ্রাসা ছাত্র। ঘটনায় জড়িত আরো দুই শিক্ষকসহ চারজন এখন কারাগারে।

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য এবং আওয়ামী লীগ নেতা মাহবুব উল আলম হানিফ বললেন, যারাই এ ঘটনায় জড়িত তাদের খুঁজে বের করা হবে।

কুষ্টিয়ায় পরপর এমন ন্যাক্কারজনক ঘটনায় উদ্বিগ্ন সচেতন মহল।

তারা বলছেন, ভাস্কর্য রাজনীতির অংশ নয়। এটি সংস্কৃতি ও সভ্যতার অংশ। দেশবিরোধী চক্রান্তকারীরা দেশের ইতিহাস ঐতিহ্যকে ধ্বংস করতেই এমন ঘটনা ঘটাচ্ছে।

আরও পড়ুন: স্যান্ট্যাক্লজের স্বাস্থ্য নিয়ে উৎকণ্ঠা

শ্রীলঙ্কায় মুসলমানদের মৃতদেহ পোড়ানোর বিরুদ্ধে প্রতিবাদ চলছে

ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি  শাহরিয়ার কবীর মনে করেন, জাতির হাজার বছরের গৌরব স্বাধীনতা টিকিয়ে রাখতে অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর