মাইকে ঘোষণা দিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে কয়েক হাজার লোক

মাইকে ঘোষণা দিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে কয়েক হাজার লোক

অনলাইন ডেস্ক

হবিগঞ্জের বানিয়াচংয়ে জলমহাল দখল নিয়ে দুই গ্রামবাসীর ভয়াবহ সংঘর্ষে ইউপি চেয়ারম্যানসহ শতাধিক লোক আহত হয়েছেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে দুই গ্রামের লোকজন মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ২ ঘণ্টা সংঘর্ষ চলার পর পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  

পুলিশ জানায়, উপজেলার কামালখানী ও মজলিশপুর গ্রামের লোকজনের মধ্যে একটি জলমহাল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এর জের ধরে শুক্রবার দুপুরে দুই গ্রামের কয়েক হাজার লোক মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে নারী, বৃদ্ধসহ শতাধিক লোক আহত হন। সংঘর্ষ থামাতে গিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন গুরুতর আহত হন।

খবর পেয়ে বানিয়াচং থানা-পুলিশ ও হবিগঞ্জ থেকে দাঙ্গা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে হবিগঞ্জ সদর ও ৩০ জনকে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ নিয়োজিত রয়েছে।

আরও পড়ুন: খুলনার ফুলতলায় সাবেক চরমপন্থীকে গুলি করে হত্যা

বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরকারীদের কোনো ছাড় নয়: হানিফ

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন জানান, দুর্গম হাওরের মাঝে দু’দল গ্রামবাসী জলমহাল দখল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

news24bd.tv তৌহিদ