বিএনপিকে লাল ব্যাজ ধারণের পরামর্শ দিল তথ্যমন্ত্রী

বিএনপিকে লাল ব্যাজ ধারণের পরামর্শ দিল তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

সীমান্ত হত্যার কথা বলে কালো ব্যাজ ধারণ না করে মানুষ পুড়িয়ে হত্যায় বিএনপিকে জনগণের কাছে ক্ষমা চেয়ে লাল ব্যাজ ধারণ করার পরামর্শ দিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক স্মরণসভায় এ পরামর্শ দেন তিনি।   

কমিটি গঠন নিয়ে বিএনপির অভ্যন্তরে বাণিজ্যের বিষয়ে যে অভিযোগ এসেছে সে প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘যারা নিজেদের কমিটি গঠনে বাণিজ্য করে, তাদের হাতে দেশ নিরাপদ নয়। ’

সে সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, জনগণ পাশে থাকলে কোনো অপশক্তি ষড়যন্ত্র করে কিছুই করতে পারবে না।

 

বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।  

আয়োজিত স্মরণসভায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা লায়ন চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সংসদ সদস্য নাহিম রাজ্জাক, প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম, বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।  


এবার ‘ওলে ওলে’ গান নিয়ে হাজির হিরো আলম (ভিডিও)

সৌদি আরবে সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত

এবার চালকবিহীন যুদ্ধ হেলিকপ্টার তৈরি করল তুরস্ক

সাংবাদিকদের জন্য ইউএসএআইডির সিরিজ কর্মশালা


নিউজ টোয়েন্টিফোর / কামরুল