হাফিজের বিষয়ে দল নতুন কিছু বলেনি : ফখরুল

হাফিজের বিষয়ে দল নতুন কিছু বলেনি : ফখরুল

মারুফা রহমান

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গোটা জাতি বর্তমান নির্বাচন কমিশনের পদত্যাগ চায়। দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

 মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন প্রসঙ্গে বলেন, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, গাড়ি ভাংচুরসহ অসংখ্য মামলা দেয়ার পর, তাকে নিয়ে দরদ দেখানো আওয়ামী লীগের মুখে মানায় না। হাফিজ উদ্দিন এর বিষয়ে দল এখনো নতুন কোন কথা বলেনি।

জবাবদিহিতা গণতান্ত্রিক প্রক্রিয়া বলেও মনে করেন মির্জা ফখরুল।   

দল থেকে কারণ দর্শানোর নোটিশ পেয়ে, সংবাদ সম্মেলন করে তার জবাব দিয়েছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ। পদত্যাগ না করলেও বিএনপিতে তার থাকা না থাকার বিষয়টি ছেড়ে দিয়েছেন, দলের উপর। তবে এ বিষয়ে কোন মন্তব্য না করে, বিএনপি মহাসচিব জানান, এখনও মেজর হাফিজের বিষয়ে  দলে আলাপ হয়নি।

তবে হাফিজ ইস্যুতে আওয়ামী লীগ নেতাদের মন্তব্যের জের ধরে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র  নিয়ে কথা বলা তাদের মানায় না। বর্তমান কমিশন দিয়ে নিরপেক্ষ নির্বাচন আশা করা যায় না বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।


এবার ‘ওলে ওলে’ গান নিয়ে হাজির হিরো আলম (ভিডিও)

সৌদি আরবে সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত

এবার চালকবিহীন যুদ্ধ হেলিকপ্টার তৈরি করল তুরস্ক

সাংবাদিকদের জন্য ইউএসএআইডির সিরিজ কর্মশালা


নিউজ টোয়েন্টিফোর / কামরুল