‘সৌদি জোট অবরোধ অব্যাহত রাখলে বন্দরে হামলা করা হবে’

‘সৌদি জোট অবরোধ অব্যাহত রাখলে বন্দরে হামলা করা হবে’

অনলাইন ডেস্ক

সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট যদি ইয়েমেনের ওপর থেকে অবরোধ প্রত্যাহার না করে তাহলে আগ্রাসী দেশগুলোর বন্দরে হামলা করা হবে বলে জানিয়েছেন ইয়েমেনের হুথি সমর্থিত ন্যাশনাল সালভেশন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিশাম শরাফ আব্দুল্লাহ। পাশাপাশি অর্থনৈতিক দিক দিয়ে কৌশলগত স্থাপনায়ও হামলা হবে।

হিশাম শরাফ আব্দুল্লাহ বলেন, সৌদি জোট যে নীতি অনুসরণ করছে তাতে শুধুমাত্র ইয়েমেনের জনগণের শাস্তি দেয়া হচ্ছে। তাদের কোনো পদক্ষেপই ইয়েমেন সংকটের রাজনৈতিক সমাধানের জন্য ভ্যূমিকা রাখছে না।


আরও পড়ুন: বাবুগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ইউপি সদস্যসহ নিহত ২


ইয়েমেন অভিমুখী তেলবাহী জাহাজ ছেড়ে দেয়ার জন্য প্রচেষ্টা জোরদার করতে তিনি ইয়েমন বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত মার্টিন গ্রিফিতের প্রতি আহ্বান জানান।

হিশাম আবদুল্লাহ বলেন, তার দেশের জনগণ মারাত্মক রকমের জ্বালানি সংকটে রয়েছে। তিনি বলেন, যদিও সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত দাবি করছে যে, তারা ইয়েমেনে মানবিক ত্রাণ কাজে সমর্থন দিচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে তারা এমন নীতি অনুসরণ করছে যার কারণে ইয়েমেনের জনগণ দুর্ভিক্ষের মুখে পড়েছে।

news24bd.tv আহমেদ