এক পাশে সড়ক, অন্য পাশে ধানি জমি মাঝখানে সেতু

মো. বুরহান উদ্দিন, সুনামগঞ্জ

খালের এক পাশে সড়ক, অন্য পাশে ধানি জমি।   কৃষক ছাড়া  সাধারণ মানুষের চলাচলও নেই।   তবুও সুনামগঞ্জের ভাতগাঁও ইউনিয়নের চেলাখালের ওপর তিন কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে সেতু। এ সেতুর কোন সুফল পাচ্ছে না স্থানীয়রা।

 

বরং তৈরি হয়েছে বিতর্ক। যদিও, এলজিইডি'র পক্ষ থেকে বলা হচ্ছে, সুদূরপ্রসারি পরিকল্পনার অংশ এটি। সুনামগঞ্জের ভাতগাঁও ইউনিয়নের আনুজানি গ্রামের পাশের চেলাখালের ওপর ২০১৭ সালে  সেতু নির্মাণের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতু  ২০১৯ সালে উদ্বোধন করা হয়েছে।


করোনায় মারা গেলেন সাবেক বস্ত্রমন্ত্রী আ খ ম জাহাঙ্গীর

দেশে করোনায় প্রাণ গেল আরও ১৯ জনের

সোয়া সাতটায় আবাহনী-মোহামেডান লড়াই

ইসির বিরুদ্ধে ৪২ নাগরিকের অভিযোগ ভিত্তিহীন ও অসত্য: সিইসি


স্থানীয়দের অভিযোগ, সেতুর এক পাশে সড়ক অন্য পাশে ধানের জমি। তবু খালের ওপর নির্মাণ করা হয়েছে সেতু। এ সেতুর কোন সুফলও পাচ্ছে না তারা। আবার এ সেতুটি তুলনামূলক নিচু হওয়ায় বর্ষা মৌসুমে  সেতুর নীচ দিয়ে  নৌকা চলাচল ব্যাহত  হচ্ছে ।

অবশ্য এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো.মাহবুব আলম বলেছেন, সুদূর প্রসারি পরিকল্পনার অংশ  হিসেবেই এ সেতু নির্মাণ করা হয়েছে।   

 সেতুটির দৈর্ঘ্য ৬৬ মিটার, প্রস্থ সাড়ে ৭ মিটার।

news24bd.tv নাজিম