ব্রেক্সিট-পরবর্তী বাণিজ্য চুক্তি অনুমোদন

ব্রেক্সিট-পরবর্তী বাণিজ্য চুক্তি অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক

অবশেষে ব্রেক্সিট-পরবর্তী বাণিজ্য চুক্তিতে অনুমোদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত।   সোমবার ব্রাসেলসে চুক্তিটি সর্বসম্মতিক্রমে অনুমোদন দেন সংস্থাটির ২৭টি সদস্যদেশের রাষ্ট্রদূতরা।

মঙ্গলবার তা লিখিত আকারে অনুমোদন দেন তারা। এর মধ্য দিয়ে বাণিজ্য চুক্তিটি কার্যকরের পথ প্রশস্ত হল।

বিবিসি জানায়, যুক্তরাজ্য যখন ইউরোপীয় ইউনিয়নের একক বাজার এবং কাস্টমস ইউনিয়ন থেকে বেরিয়ে যাবে। তখন উভয়পক্ষ কিভাবে বাণিজ্য করবে, তা নিয়ে একটি কাঠামো তৈরি করা হয়েছে ওই চুক্তিটিতে। আগামী বুধবার বিলটি অনুমোদনের জন্য ব্রিটিশ পার্লামেন্টে তোলা হবে। আর  সেখানে অনুমোদনের পর ১ জানুয়ারি নাগাদ বিলটি আইনে পরিণত হতে পারে।


বিকাশ প্রতারণার টাকা উদ্ধার করাই তার নেশা!

বাসে ছাত্রী ধর্ষণ চেষ্টার কথা স্বীকার করল হেলপার


নিউজ টোয়েন্টিফোর / কামরুল