জাপানে শিল্প পন্যের চালান সূচক সামান্য কমেছে

জাপানে শিল্প পন্যের চালান সূচক সামান্য কমেছে

আন্তর্জাতিক ডেস্ক

জাপানের শিল্প উৎপাদনের সূচক গেল নভেম্বরে ২৫ দশমিক ২ শতাংশ ছিল। যা আগের মাসের সূচকের প্রায় কাছাকাছি। সোমবার দেশটির অর্থ বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের প্রকাশিত এক সরকারি উপাত্তে দেখা গেছে এ তথ্য।

জাপান টাইমস জানায়, গেল মাসে দেশটির শিল্পপণ্যের চালান শূন্য দশমিক ৯ শতাংশ কমে,  ৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিসেম্বরে জাপানি কারখানার কার্যক্রমে ১ দশমিক ১ শতাংশ কমার  আশংকা করা হচ্ছে। যদিও জানুয়ারিতে তা ৭ দশমিক ১ শতাংশ বাড়বে বলেও আশা করা হচ্ছে।  

বিশ্বজুড়ে করোনার দ্বিতীয় ও তৃতীয় ঢেউয়ের পাশাপাশি, ভাইরাসটির নতুন রূপে ফের আতঙ্ক ছড়ানোয় আগামী কয়েক সপ্তাহ আরও নিবীড় পর্যবেক্ষণের আহ্বান টোকিওর।


বিকাশ প্রতারণার টাকা উদ্ধার করাই তার নেশা!

বাসে ছাত্রী ধর্ষণ চেষ্টার কথা স্বীকার করল হেলপার


নিউজ টোয়েন্টিফোর / কামরুল