যুক্তরাজ্যের সঙ্গে সব ধরনের ফ্লাইট বাতিল করল তুরস্ক

যুক্তরাজ্যের সঙ্গে সব ধরনের ফ্লাইট বাতিল করল তুরস্ক

অনলাইন ডেস্ক

করোনাভাইরাসের মহামারির দ্বিতীয় ঢেউয়ের কারণে যুক্তরাজ্য থেকে তুরস্কগামী সব ধরনের ফ্লাইট বাতিল করেছে তুরস্কের জাতীয় পতাকাবাহী বিমান টার্কিশ এয়ারলাইনস।  

আজ তুর্কি বার্তা সংস্থা আনাদোলু নিউজ এজেন্সি এ খবর জানিয়েছে।

তবে তুরস্ক থেকে যুক্তরাজ্য, যুক্তরাজ্য থেকে অন্যান্য দেশে এবং ট্রানজিট ফ্লাইট পরিচালানা করা হবে।  

অবৈধ বালু উত্তোলনের আগে মিলাদ দিলেন তিনি

নিজ বাড়ি থেকে ইবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিদ্রোহী প্রার্থীরা নৌকায় চড়তে পারবেন না: নানক

তুরস্কের স্বাস্থ্যমন্ত্রীম ফাহেরেটিন কোজা বলেন, সবশেষ ফ্লাইটে যুক্তরাজ্য থেকে তুরস্কে আসা ১৫ যাত্রীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

সেই সঙ্গে যুক্তরাজ্য থেকে তুরস্কে চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

news24bd.tv নাজিম