সেরা জয়া

সেরা জয়া

অনলাইন ডেস্ক

আবারো সবার সেরা অভিনেত্রী জয়া আহসান। করোনাকালীন সময়ে সারা বিশ্বের মানুষ যখন ঘর বন্ধী তখন মানুষের সেই নিঃসঙ্গতা দুর করতে বিভিন্ন সিরিজ ও মুভি নিয়ে এসেছিলো ওটিটি প্ল্যাটফর্মগুলো। যার মধ্যে অন্যতম ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’।   বছর শেষে সেরাদের তালিকা প্রকাশ করেছে এই প্লাটফর্মটি।

আর এই তালিকায় এসেছে অভিনেত্রী জয়া আহসানের নাম। ‘কণ্ঠ’ ও ‘রবিবার’ ছবির জন্য ‘বেস্ট পারফর্মেন্স অব দ্য ইয়ার (মুভি)’ পুরস্কার জিতেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন জয়া আহসান নিজেই।

অ্যাওয়ার্ডের কিছু ছবি জয়া তার ফেসবুকে প্রকাশ করে লিখেছেন, এই সম্মানের জন্য ধন্যবাদ টিম হইচই... ‘কণ্ঠ’ এবং ‘রবিবার’র পুরো টিমের কাছে আমি কৃতজ্ঞ।

‘সুন্দর ছেলে দেখা আমার নৈতিক দায়িত্ব’  

দিলজিৎকে নিয়ে ভাবেন কঙ্গনা, চাকরি দিতে চাইলেন অভিনেতা

যৌনতাই নাকি ইলিয়েনার তারুণ্যের গোপন রহস্য

অতনু ঘোষের ‘রবিবার’র  ছবিটির মূল বিষয় ঘৃণা, প্রেম বা প্রতারণা। শিবপ্রসাদ-নন্দিতার ছবি ‘কণ্ঠ। কণ্ঠ’ ছবির মূল চরিত্র অর্জুন বাচিকশিল্পী, রেডিও জকি। হঠাৎ তার ক্যানসার ধরা পড়ে। কীভাবে তিনি এই রোগের সঙ্গে লড়াই করে নিজের স্বরকে ফিরিয়ে এনেছেন, সেই উত্থান-পতনের গল্প ‘কণ্ঠ। জয়া আহসান ছবিতে একজন স্পিচ থেরাপিস্ট।

news24bd.tv/আলী