‘সুন্দর ছেলে দেখা আমার নৈতিক দায়িত্ব’
আমি এখন ১০০ ভাগ খাঁটি সিঙ্গেল

‘সুন্দর ছেলে দেখা আমার নৈতিক দায়িত্ব’

অনলাইন ডেস্ক

‘শান্তিনগর থেকে বনানী একটা ডাইরেক্ট রাস্তা/ফ্লাইওভার/আন্ডারগ্রাউন্ড রাস্তা, এমন ধরনের কিছু একটা বানায় দেয়া যায় না???  আমার জিম বনানী, আমার টেইলার বনানী, আমার পার্লার বনানী, ঢাকা শহরের সব সুন্দর ছেলেরা বনানী! প্লিজ কেউ কিছু একটা করেন! নাইলে একটা ক্যাবল কার এরই লাইন বানায় দেন! ঝুলে ঝুলে যাইগা..। ’ সোমবার নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন শবনম ফারিয়া ।  


যেকোনো সময় প্রকাশ এইচএসসির ফল

ধর্ষককে বিয়ে না করে ইতিহাস গড়েছিলেন যে নারী

হার্ট অ্যাটাক থেকে মুক্তি ‘গোল্ডেন আওয়ার’রে

সেই স্ট্যাটাসে স্ট্যাটাসে অভিনেত্রী আশনা হাবিব ভাবনা মন্তব্যর ঘরে লিখেছেন, ‘বনানী বাসা নাও প্লিজ। আমিও আসব থাকতে।

তার প্রতিউওরে ফারিয়া উত্তর দিয়েছেন, ‘না না, তুমি ধানমন্ডি থাকো!!! আমি এখন ১০০ ভাগ খাঁটি সিঙ্গেল! সুন্দর ছেলে দেখা আমার নৈতিক দায়িত্ব!!! এমন কইরো না আমার সাথে!’

news24bd.tv

প্রসঙ্গত, গত বছর ১ ফেব্রুয়ারি জমকালো আয়োজনের মাধ্যমে বিয়ে বন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী শবনম ফারিয়া ও বেসরকারি চাকুরীজীবী হারুন অর রশীদ অপু। এদিন নৌকায় ভেসে ভেসে পরীর বেশে বিয়ের আসরে হাজির হলেন নববধূ শবনম ফারিয়া! অন্যদিকে একই সময়ে লেকের পাড় ধরে ঘোড়ার গাড়িতে চেপে এলেন বর হারুন অর রশিদ অপু। এমন নান্দনিক বিয়ের আয়োজন এর আগে কোনো শিল্পীকে ঘিরে হয়নি আগে। মিরপুর ক্যান্টনমেন্ট এলাকার গভীরে, নয়নাভিরাম ‘জল-জোছনা’য় উন্মুক্ত আকাশের নিচে আয়োজিত হয় এটি।

news24bd.tv/আলী