দাদার দাদাগিরি চলবে

দাদার দাদাগিরি চলবে

অনলাইন ডেস্ক

ধমনীতে ব্লকেজ ধরা পড়লেও সঠিক চিকিৎসা হওয়ায় এখন সুস্থ ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলী।

ব্যাঙ্গালুরুর হাসপাতালে সৌরভকে পরীক্ষা করে এমনটাই জানালেন হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠী। হাসপাতাল থেকে বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "সৌরভ একেবারে ফিট। স্বাভাবিক জীবনযাপন তো বটেই।

কিছুদিন পর ম্যারাথনও দৌড়তে পারবেন সৌরভ। চাইলে ক্রিকেটও খেলতে পারবেন। বিমানও চালাতে পারবেন। কোনও সমস্যা হবে না।
"


সৌরভকে দেখলেন দেবী শেঠি, মেডিকেল বোর্ডের সঙ্গে আলোচনা

গরুর মাংস থেকে ‘হালাল’ শব্দ বাদ দিল ভারত


সৌরভের চিকিৎসায় ১০ জন চিকিৎসককে নিয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। তাঁদের মধ্যে অন্যতম হলেন হৃ্‌দরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। মঙ্গলবার সকালে তিনি বেঙ্গালুরু থেকে শহরে পৌঁছন। তার পর হাসপাতালে গিয়ে সৌরভের সঙ্গে কথা বলেন। তারও পরে সৌরভের শারীরিক অবস্থা এবং তাঁর চিকিৎসার খুঁটিনাটি নিয়ে বৈঠক করেন মেডিক্যাল বোর্ডের বাকি সদস্যদের সঙ্গে।

সৌরভকে এক নজর দেখার জন্য ভিড় উপচে পড়ছে আলিপুরের হাসপাতালে। অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই চলে আসা দর্শনার্থীদের জন্য হাসপাতালের একতলায় খোলা হয়েছে ‘সৌরভ গঙ্গোপাধ্যায় লাউঞ্জ'।

প্রসঙ্গত, বুধবার সৌরভকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

news24bd.tv নকিব হাসান