ট্রাম্পের হাতে থাকা পরমানু অস্ত্রের কোড কেড়ে নিতে তোড়জোড় শুরু

ট্রাম্পের হাতে থাকা পরমানু অস্ত্রের কোড কেড়ে নিতে তোড়জোড় শুরু

অনলাইন ডেস্ক

মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে থাকা পরমাণু অস্ত্রের কোড কেড়ে নিতে সেনাপ্রধান মার্ক মিলির সঙ্গে আলোচনা করেছেন। তিনি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে খুবই অস্থির অবস্থায় রয়েছেন এবং পরমাণু অস্ত্রের কোড তার কাছে কোনওভাবেই থাকা ঠিক নয়।

প্রেসিডেন্ট ট্রাম্প যাতে কোনও যুদ্ধের শুরু করতে না পারেন সে  জন্য ব্যবস্থা নিতেও বলেছেন ন্যান্সি পেলোসি। তিনি সেনাপ্রধান মার্ক মিলির সঙ্গে এসব ইস্যুতে কথা বলেছেন।

কারণ, প্রেসিডেন্ট ট্রাম্প যেন তার একক ক্ষমতা ব্যবহার করে কোন দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে না পারেন। অথবা পরমানু বোমা হামলা চালানোর কোন নির্দেশনা দিতে না পারেন।  


পূর্ণিমার জ্যাম সম্পাদনার টেবিলে

কেই এই দিহান?

যেভাবে মানুষের ‘রুহ’ কবজ করা হয়

সম্পর্ক মধুর হয় যে কারনে


ন্যান্সি পেলোসি বলেন, ট্রাম্প যাতে আমেরিকার পরমাণু অস্ত্র ব্যবহার করতে না পারেন তা ঠেকাতেই হবে। এ বিষয়ে তিনি মার্কিন প্রতিনিধি পরিষদে একটি চিঠিও দিয়েছেন।

ট্রাম্পকে ন্যান্সি পেলোসি অস্থিরচিত্তের প্রেসিডেন্ট হিসেবে আখ্যায়িত করেন।

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার বলেন, এই অস্থির চিত্তের প্রেসিডেন্টকে আরও বিপজ্জনক হয়ে উঠতে দেওয়া ঠিক হবে না। তিনি অন্য এক বিবৃতিতে বলেছেন, ট্রাম্প নিজে থেকে ক্ষমতা হস্তান্তর না করলে তাকে ইমপিচমেন্ট করা হবে।  

সূত্র: আল-জাজিরা

news24bd.tv/ আয়শা