ফ্যাশন জাদুকর সত্য পাল আর নেই

ফ্যাশন জাদুকর সত্য পাল আর নেই

অনলাইন ডেস্ক

ভারতীয় নারীদের কাছে শাড়ীকে আরো আধুনিক ও ফ্যাশনেবল করে তুলে ধরার পেছনে যার অবদান সবচেয়ে বেশি, তিনি হলেন সত্য পাল। বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এই ফ্যাশন জাদুকর।   

বিবিসি জানায়, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। ছেলে পুনিত নন্দা তার বাবার মৃত্যুর খবর জানিয়েছেন।

ভারতের নামকরা ডিজাইনার ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা সত্য পাল ফ্যাশন দুনিয়ার ধ্যানধারণা বদলে দিয়েছিলেন।


আরও পড়ুন: কে আগে মা হচ্ছেন, কারিনা না আনুষ্কা


যুগের সঙ্গে তাল মিলিয়ে শাড়ির আধুনিক ডিজাইন করাসহ এর আঙ্গিক ও স্টাইলে পরিবর্তন এনে তিনি বহু বলিউড তারকার কাছেই হয়েছিলেন সমাদৃত। ১৯৮০ সালে ভারতের প্রথম শাড়ি বুটিক চালু করেছিলেন সত্য পাল।  

এর ছয়বছর পর তিনি প্রতিষ্ঠা করেন নিজস্ব ব্র্যান্ড।

পরবর্তীতে শাড়ি ছাড়াও স্কার্ফ ও টাইয়ের মতো পণ্য ডিজাইনের পরিধি বাড়িয়ে ভারতের বাইরেও হয়েছেন সমাদৃত।

news24bd.tv আহমেদ