চীনের স্বর্ণখনিতে বিস্ফোরণ, ২২ জনের মৃত্যুর আশঙ্কা

চীনের স্বর্ণখনিতে বিস্ফোরণ, ২২ জনের মৃত্যুর আশঙ্কা

অনলাইন ডেস্ক

চীনে একটি স্বর্ণখনিতে বিস্ফোরণে খনির ভিতরে ২২ জন আটকা পড়েছে।

মঙ্গলবার শিনহুয়া নিউজ এজেন্সির এক প্রতিবেদনে খনিতে বিস্ফোরণের খবর জানানো হয়। পূর্বাঞ্চলীয় শানডং প্রদেশের শিচেং এলাকায় ওই দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয় কর্তৃপক্ষ সেখানে উদ্ধারকারী দল পাঠিয়েছে।

খনিতে বিস্ফোরণের সময় ২২ জন শ্রমিকের ভাগ্যে কী ঘটেছে তা এখনও নিশ্চিত নয়। উদ্ধারকারী দল এখনও আটকে পড়া শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি।


যুক্তরাষ্ট্রজুড়ে সহিংসতার আশঙ্কা

তৈমুরের সাথে সদ্যোজাত কন্যাকে নিয়ে ট্রলের মুখে বিরাট-আনুশকা


শিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী, বিস্ফোরণের কারণে খনির ভেতরে যোগাযোগের যে সিগন্যাল রয়েছে তা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ভেতরের লোকজনের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।

ঝাওজিন নামের ওই খনিটি শানডং উকাইলং ইনভেস্টমেন্টের। এটি চীনের চতুর্থ বৃহত্তম স্বর্ণের খনি।

news24bd.tv / nakib