পাক-চীন যৌথ অভিযান চালাতে পারে ভারতে : ভারতের সেনাপ্রধান

পাক-চীন যৌথ অভিযান চালাতে পারে ভারতে : ভারতের সেনাপ্রধান

অনলাইন ডেস্ক

চীন ও পাকিস্তান ভারতের বিরুদ্ধে যৌথ অভিযানের প্রস্তুতি নিচ্ছে  বলে জানিয়েছেন  ভারতের সেনাপ্রধান মুকুন্দ নারাভানে।

মঙ্গলবার আর্মি ডে উপলক্ষে এ কথা বলেন ভারতীয় সেনাপ্রধান।

এমন এক সময়ে ভারতের সেনাপ্রধান এমন কথা বললেন যখন ভারতের লাদাখ সীমান্তের ডেপথ এরিয়ায় মোতায়েন থাকা ১০ হাজার সেনা সদস্যকে সরিয়ে নিয়েছে চীন।  

চীনে সোনার খনিতে ২২ শ্রমিক আটকা

ভাইরাসের উৎস সন্ধানে চীনে যাবে ডব্লিউএইচওর তদন্তকারী দল

এফবিআই'এর কাছে মুসলিমদের তথ্য বিক্রি করেছে মুসলিম অ্যাপ

তিনি বলেন, পাকিস্তান এবং চীন দেশের জাতীয় নিরাপত্তার জন্য বড় বিপদ।

আর এই দুই দেশের যোগসাজশ উপেক্ষা করার মতো নয়।

লাদাখের পরিস্থিতি নিয়ে নারাভানে বলেন, ভারত বেশ কিছু গুরুত্বপূর্ণ কৌশলগত এলাকা নিজেদের দখলে রাখতে পেরেছে। সেনারা অনেক উচ্চতর এলাকায় টহল দিচ্ছে এবং জাতীয় সুরক্ষার স্বার্থে কোনোভাবেই ওই এলাকাগুলো থেকে সরবে না ভারতীয় সেনা।

ভারতের গুরুত্বপূর্ণ কোনও এলাকা চীন দখল করে রেখেছে কিনা এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিলেও সেনাপ্রধান জানিয়েছেন, তার আশা আলোচনার মাধ্যমে লাদাখ সমস্যার সমাধান সম্ভব।

আর সেটা না হলে সেনাবাহিনী সব ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত।

জেনারেল নারাভানে এদিন বলেন, পাকিস্তান এবং চীন যৌথভাবে ভারতের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। এদের যোগসাজশ থেকে বিপদের আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না। সেনাপ্রধান এদিন আরও বলেন, ভারতকে দ্বিমুখী লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে।

 লাদাখে দুই দেশের এক লাখ সেনা মোতায়েন রয়েছে। .

 

news24bd.tv/আলী

সম্পর্কিত খবর