এটাই ছিলো টিকা উৎপাদক কোম্পানির সুপারিশ

শওগাত আলী সাগর

এটাই ছিলো টিকা উৎপাদক কোম্পানির সুপারিশ

Other

ফাইজার-বায়োএনটি এবং মডার্নার দুটো করে টিকা নেয়ার মাঝখানে সসময়ে ব্যবধান হবে ২১ থেকে ২৮ দিন। অর্থ্যাৎ প্রথম টিকা নেয়ার ২১ থেকে ২৮ দিনের মধ্যে দ্বিতীয় টিকা নিতে হবে। এটাই ছিলো টিকা উৎপাদক কোম্পানির সুপারিশ।

কানাডার টিকা সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটি বলছে দুই টিকার মাঝখানে ৪২ দিনের ব্যবধান গ্রহণযোগ্য।

কানাডীয়ান চিকিৎসকদের এই সুপারিশের সাথে একমত পোষণ করছে বিশ্বস্বাস্থ্য সংস্থাও।

বিশেষজ্ঞদের নতুন এই পরামর্শ টিকা দেয়ার ক্সেত্রে চাপ খানিকটা কমলো অবশ্যই। কারণ প্রতি নাগরিককে দুটি করে টিকা দিতে হয় বলে দুই টিকার মাঝখানের সময় এবং সরবরাহের গতির সঙ্গে তাল মেলানো যাচ্ছিলো না।

দেশে দেড় কোটি মানুষ ভাতা পাচ্ছে যা ইউরোপেও নেই: তথ্যমন্ত্রী

কওমি ছাড়া সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ল

ওই মেয়েকে ধস্তাধস্তি করে সিসিটিভি ক্যামেরার আড়ালে নেন মুহিব

দুই টিকার মাঝ খানে ৪২ দিনের ব্যবধান হলে টিকাদানকারী প্রতিষ্ঠানগুলো হাতে খানিকটা সময় পায়।

শওগাত আলী সাগর, প্রধান সম্পাদক, নতুনদেশ, কানাডা

news24bd.tv নাজিম