হুইল চেয়ারে বসে ২৫০ মিটার উঁচুতে

হুইল চেয়ারে বসে ২৫০ মিটার উঁচুতে

Other

মানুষের ইচ্ছাশক্তির কাছে পরাজিত বাকী সবকিছু। আর সেটিই আরেকবার প্রমাণ করলেন হংকং এর লাই চি ওয়াই। শারীরিক প্রতিবন্ধকতাকে পাশ কাটিয়ে তিনি শুধু ইচ্ছাশক্তির বলে হুইলচেয়ারে করে হংকং সিটির একটি ভবনের ২৫০ মিটার উঁচুতে বেয়ে উঠেছেন।

হংকং লাই চি ওয়াই, ১০ বছর আগে এক সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণ করায় এখন তার চলাফেরা ‍হুইল চেয়ারেই।

কিন্তু প্রবল ইচ্ছাশক্তি আর অধ্যাবস্যায় দিয়ে অসম্ভবকে সম্ভব করেছেন, যা স্বাভাবিক মানুষও চিন্তা করে না।

হংকং সিটির তিনশো মিটার সুউচ্চ ভবন নিনা টাওয়ারের ২৫০ মিটার পরযন্ত ‌‌হুইল চেয়ারসহ নিজেকে টেনে উঠিয়েছেন তিনি। এই কাজে ৩৭ বছর বয়সি লাই চি এর সময় লেগেছে ১০ ঘণ্টা।

ধর্ষণের পর মা-মেয়ের মাথা ন্যাড়া করে দেওয়া সেই ‌‘শ্রমিক লীগ নেতার’ জামিন

হংকং লাই চি ওয়াই বলেন,  আগে যখন কোন পর্বতে উঠতাম, আমাকে কোন পাথর কিংবা গর্তের মধ্যে নিজেকে আটকে রাখতে হতো।

কিন্তু এখানে আমি গ্লাসের ওপর নিজেকে শুধুমাত্র একটা দড়ির ওপর বিশ্বাস রেখে ঝুলিয়ে রেখেছি।

লাই চি এই উদ্যোগ এরইমধ্যে প্রায় ছয় লাখ ৭১ হাজার টাকার তহবিল উঠাতে সক্ষম হয়েছেন।

হংকং লাই চি ওয়াই বলেন, আমার পঙ্গুত্বের ১০ বছর পুর্তিতে আমি এই উদ্যোগ নিয়েছি। কিছু মানুষ বোঝে না পঙ্গুত্বের কষ্টটা। তাই ইভেন্টের এই অর্থ মেরুদন্ডে সমস্যা রয়েছে এমন রোগীদের চিকিৎসার জন্য ব্যায় করা হবে।

দুর্ঘটনার আগে লাই চি ওয়াই ছিলেন বিশ্বের সেরা পর্বতারোহীদের একজন। এশিয়ার রক ক্লাইম্বিং চ্যাম্পিয়নশিপ চার বার জিতে বিশ্বের অষ্টম সেরা পর্বতারোহীর খেতাব জিতেছিলেন লাই চি।

news24bd.tv তৌহিদ