নিখোঁজ ২২ শ্রমিকের ১২ জনের খোঁজ মিলেছে

নিখোঁজ ২২ শ্রমিকের ১২ জনের খোঁজ মিলেছে

Other

গেলো সপ্তাহে চীনের একটি সোনার খনিতে বিস্ফোরণের পর নিখোঁজ ২২ শ্রমিকের মধ্যে ১২ জনের খোঁজ মিলেছে। উদ্ধারকারীরা জানিয়েছেন, এক সপ্তাহ আগে ভূগর্ভে আটকা পড়াদের মধ্যে নিখোঁজ বাকি ১০ শ্রমিকের ভাগ্যে কী ঘটেছে তা এখনও পরিষ্কার হয়নি।

ধর্ষণের পর মা-মেয়ের মাথা ন্যাড়া করে দেওয়া সেই ‌‘শ্রমিক লীগ নেতার’ জামিন

বিবিসি জানিয়েছে, আটকা পড়া শ্রমিকরা দুর্ঘটনার সাতদিন পর উদ্ধারকারীদের কাছে একটি নোট পাঠাতে সক্ষম হয়েছেন। ১০ জানুয়ারি চীনের পূর্বাঞ্চলীয় শ্যানডং প্রদেশের ইয়ানতাই শহরের নিকটবর্তী এখনও নির্মাণাধীন হুশান খনিতে একটি বিস্ফোরণে খনি থেকে বের হওয়ার পথ ক্ষতিগ্রস্ত হলে ওই ২২ শ্রমিক নিচে আটকা পড়েন।

উদ্ধারকারীরা সরু একটি শ্যাফ্টের মধ্য দিয়ে কয়েকজন খনি শ্রমিকের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়েছেন। এরপর ওই গর্ত দিয়ে নিচে খাবার, ওষুধ, কাগজ ও পেন্সিল পাঠানো হয়।

news24bd.tv তৌহিদ