মধ্যবিত্ত গোষ্ঠী কতোটা সংশয়গ্রস্ত, আবারও প্রমাণ করতে যাচ্ছেন

জুলহাস আলম

মধ্যবিত্ত গোষ্ঠী কতোটা সংশয়গ্রস্ত, আবারও প্রমাণ করতে যাচ্ছেন

Other

মধ্যবিত্ত গোষ্ঠী আবারও প্রমাণ করতে যাচ্ছেন যে তারা কতোটা সংশয়গ্রস্ত। বিশেষ করে শহুরে অংশ। এতদিন তারাই চিৎকার করে করে বলেছেন ভ্যাকসিন চাই, নাই কেন, কবে আসবে, আসছে না কেন, সরকার করেটা কী? 

আর যখন আসার কথা ফাইনাল তখন বলা শুরু করেছে আমি ওটা ছাড়াই থাকব, আমার লাগবে না, হাত ধুয়ে, মাস্ক পরেই জীবন পার করব। ইনশাল্লাহ! 

গরীবেরা দিয়ে যখন প্রমাণ করবে জিনিসটা ভালো, তখন আবার শুরু হবে মধ্যবিত্তের তোড়জোর।

তক্কে তক্কে থাকবেন তারা বাসার বুয়া বা ড্রাইভার ভ্যাকসিন নেবার পর সব ওকে আছে কি না! 

আর উচ্চবিত্তগণ এসবের ধার কমই ধারেন, এতো কম দামের জিনিসে নিশ্চয়ই ভেজাল আছে, তাদের অনেকেই ফাইজারের ভ্যাকসিন এর জন্য অপেক্ষা করতে থাকবেন। আর যদি কয়দিন পর সিঙ্গাপুর বা লন্ডনে গিয়ে দিয়ে আসা যায়, সেটাই হবে তাদের জন্য আরাধ্য।  

ভাসানচরে এসে রোহিঙ্গাদের ভুল ভেঙে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

৩১টি পৌরসভার নির্বাচন ২৮ ফেব্রুয়ারি

মাশরাফি বললেন আওয়াজ একটাই-বাংলাদেশ

বেড়ানোও হলো, শপিংও হলো, ইজ্জতটাও থাকলো, গরীবের জিনিসও গায়ে মাখাতে হলোনা। বিন্দাস! 

যাদের আর কোনো অপশন নাই তারাই হুমড়ি খেয়ে ভ্যাকসিনযজ্ঞ সারবেন অতি দ্রুত।

 গরীবেরাই সচল রেখেছেন চাকা।

জুলহাস আলম, ব্যুরো চিফ, এপি

news24bd.tv নাজিম