সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি পরীক্ষা নেয়ার পরিকল্পনা

সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি পরীক্ষা নেয়ার পরিকল্পনা

Other

সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি পরীক্ষা নেয়ার পরিকল্পনা এরই মধ্যে মন্ত্রণালয়ে পাঠিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এইচএসসি বিষয়ে কাজ চলছে বলেও জানান এনসিটিবি চেয়ারম্যান প্রফেসর নারায়ন চন্দ্র সাহা।

সব মিলিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এসব উদ্যোগ ইঙ্গিত দিচ্ছে দীর্ঘ বিরতীর পর শিক্ষা প্রতিষ্ঠান স্বাভাবিক অবস্থায় ফেরার। সব ঠিক থাকলে আগামি ফেব্রুয়ারীতেই খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান।

করোনায় বছর পার, বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘদিন আইসোলেশনে থাকা শিক্ষা ব্যবস্থাকে চালু করতে প্রস্তুতি শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষার্থী, শিক্ষকসহ সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।  

মাউশি মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক বলছেন, শিক্ষা সংশ্লিষ্টদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করেই শিক্ষা প্রতিষ্ঠান চালুর প্রস্তুতি নেয়া হচ্ছে।

এরই মধ্যে পাঠানো হয়েছে ইউনিসেফের সহযোগিতায় তৈরী ৩৯ পৃষ্ঠার গাইডলাইন।


আরও পড়ুন:

হরতাল প্রত্যাহার করে নিলেন কাদের মির্জা

সিরিয়ায় মার্কিন সামরিক বহরে বোমা হামলায় নিহত ৩

খুবির এক শিক্ষককে বরখাস্ত, দুজনকে অপসারণ

আমরা বিরোধী রাজনীতিকরা রাতে ঘুমাতে পারি না: রিজভী


মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের গাইডলাইন অনুসারে, সবার জন্য বাধ্যতামূলক মাস্ক ব্যবহার, শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার পরিছন্ন করা, শিক্ষার্থীদের নির্বিঘ্নে চলাফেরা করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন, নির্দিষ্ট দূরত্ব অনুসরন, ও স্কুলে প্রবেশের আগেই থার্মোমিটার দিয়ে তাপমাত্রা পরীক্ষা করার কথাও বলা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান খুলতে নিজস্ব তহবিল গঠনের নির্দেশনার কথা বলা হয়েছে।

এদিকে, পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের বাধা দূর করতে সংসদে উত্থাপিত তিনটি বিল রোববার পাস হতে যাচ্ছে।

news24bd.tv আহমেদ