কৃষকরা ঢুকে পড়েছে দিল্লির কেন্দ্রে

কৃষকরা ঢুকে পড়েছে দিল্লির কেন্দ্রে

Other

ভারতে নয়া কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনরত হাজার হাজার কৃষক হেঁটে ও ট্যাক্টর নিয়ে রাজধানী দিল্লির কেন্দ্রস্থলে ঢুকে পড়েছেন।

নগরীর কেন্দ্রস্থলে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে। স্থানীয় সময় দুপুরের পর দিল্লির লাল কেল্লায় ২০টিরও বেশি ট্র্যাক্টর প্রবেশ করে। এ ঘটনায় একজন নিহত ও আহত হয়েছেন অনেক।

'

আরও পড়ুন: মর্গে মৃত তরুণীদের ধর্ষণের ঘটনায় মুন্না ৪ দিনের রিমান্ডে

আরও পড়ুন: কোকোর মৃত্যুকে ‘হত্যা’ বলছেন ফখরুল

পুলিশের সোর্সকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা

পুলিশ-কৃষকের সংঘর্ষ, লাঠিচার্জ, কাঁদানে গ্যাসে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানী দিল্লি। ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবসে যখন রাষ্ট্রীয় কুচকাওয়াজ চলছিল, তখন ব্যারিকেড ভেঙ্গে ট্র্যাক্টর নিয়ে রাজপথ দখলে নেয় কৃষকদের মিছিল। লালকেল্লার মাথায় কৃষক আন্দোলনের পাতাকা উড়ায়। এসময় বেশ কয়েকজনের হতাহতের ঘটনা ঘটে।

এই কৃষকদের বিক্ষোভের জেরে দিল্লিতে বেশ কয়েকটি মেট্রো স্টেশনের গেট বন্ধ করে দেয়া হয়েছে। বন্ধ রয়েছে ইন্টারনেটও।

পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি বৈঠক ডাকেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকে ছিলেন দিল্লির পুলিশ কমিশনার, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব।

news24bd.tv তৌহিদ