ব্যবসার সুযোগ-সুবিধা নিশ্চিত হলে কর আদায় বাড়বে: অর্থমন্ত্রী

ব্যবসার সুযোগ-সুবিধা নিশ্চিত হলে কর আদায় বাড়বে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ব্যবসার সুযোগ-সুবিধা নিশ্চিত হলে কর আদায়ও বাড়বে বলে মনে করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, রাজস্ব আদায় কম হলে বাজেট ঘাটতি হবে, যা কোন ভাবেই কাম্য নয়।

মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত কাস্টমস দিবসের অনুষ্ঠানে এমন কথা বলেন তিনি।


নিরাপত্তার চাদরে চট্টগ্রাম

দিল্লির রাজপথের কুচকাওয়াজে বাংলাদেশের সেনাবাহিনী


অর্থমন্ত্রী বলেন, কর আদায় বাড়াতে কঠিন এই সময়েও ব্যবসায়ীদের সহায়তা করতে হবে।

অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান ব্যবসায়ীদের স্বপ্রণোদিত হয়ে রাজস্ব বোর্ডকে সহায়তার আহ্বান জানান।

এসময় ব্যবসায়ীদের পক্ষে এফবিসিসিআই সভাপতি বলেন, অপ্রাতিষ্ঠানিক লেনদেন কমানো গেলে কর আদায় বাড়বে।

news24bd.tv নাজিম