গৌরীপুর ও ঈশ্বরগঞ্জে মা-মেয়ে কাউন্সিলর প্রার্থী!

গৌরীপুর ও ঈশ্বরগঞ্জে মা-মেয়ে কাউন্সিলর প্রার্থী!

Other

ময়মনসিংহের গৌরীপুর ও ঈশ্বরগঞ্জ পৌর এলাকায় আগামী শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে পৌর নির্বাচনে। আর এ নির্বাচনে সংরক্ষিত আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মা ও মেয়ে। তবে একই ওয়ার্ড অথবা একই পৌরসভায় নয়। মা শিউলী চৌধুরী গৌরীপুরের ৪, ৫ ও ৬ এবং মেয়ে নুসনাত আরা প্রিয়া ঈশ্বরগঞ্জ পৌর এলাকার ১,২ ও ৩ নং ওয়ার্ড থেকে নির্বাচন করছেন।

জানা যায়, দুইবার বিপুল ভোটে নির্বাচিত হন সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর শিউলী চৌধুরী। অপরদিকে তার মেয়ে নুসনাত আরা প্রিয়ার এবারই প্রথম নির্বাচন। একদম শেষ মুহূর্তে মা-মেয়ে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আরও চার প্রার্থীর সাথে শিউলী চৌধুরী চশমা প্রতীকে ও নুসনাত আরা প্রিয়ার আংটি প্রতীক নিয়ে পাঁচ প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রেমিকের সঙ্গে বিয়ের আশ্বাসে নারীকে রাতভর পালাক্রমে ধর্ষণ, ইউপি সদস্য ধরা

প্রথম ৫ জনকে ভ্যাকসিন দেওয়ার পর সবাই সুস্থ্য আছেন: স্বাস্থ্যমন্ত্রী

দেশে প্রথম করোনা টিকা নিলেন যে পাঁচজন

এসএসসির প্রকাশিত সিলেবাস বুধ ও বৃহস্পতিবারের মধ্যেই বাতিল

নুসনাত আরা প্রিয়া জানান, আমার মা’ই আমার অনুপ্রেরণা। আর শশুড়বাড়ি থেকেও কল্পনাতীত সহযোগিতা করা হচ্ছে। ইনশাআল্লাহ বিজয়ী হলে এলাকার মানুষের জন্যই কাজে অংশ করব।

এদিকে প্রিয়া চৌধুরীর মা শিউলী চৌধুরী বলেন, নির্বাচিত হওয়ার পর থেকেই মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। এবারও আশা রাখি বিজয় হবে।

news24bd.tv তৌহিদ