যার মাথার দাম ৩০ লাখ ডলার, সেই শীর্ষ জঙ্গি নিহত

যার মাথার দাম ৩০ লাখ ডলার, সেই শীর্ষ জঙ্গি নিহত

অনলাইন ডেস্ক

রাস্তার ধারে পড়ে থাকা বোমা বিস্ফোরণে মৃত্যু হলো পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-ইসলামের প্রধানের। মঙ্গল বাগ। বৃহস্পতিবার(২৮ জানুয়ারি) ঘটনাটি ঘটে আফগানিস্তানের নানগরহর প্রদেশের আচিন জেলার ভান্ডারি এলাকায়। জঙ্গি প্রধান মঙ্গল বাগের পাশাপাশি এই বিস্ফোরণের ফলে তার আরও দুই সঙ্গীও নিহত হয়েছেন বলে জানা যায়।

স্থানীয় সূত্রের বরাত বার্তা সংস্থা আনদলু জানায়, বৃহস্পতিবার লস্কর-ই-ইসলাম জঙ্গি সংগঠনের প্রধান মঙ্গল বাগ ও তার দুই সঙ্গী একটি গাড়িতে করে যাচ্ছিল। হঠাত করেই নানগরহর প্রদেশের আচিন জেলার বান্দার ডারা এলাকায় রাস্তার ধারে থাকা একটি বোমা ফেটে যায়। এর ফলে মঙ্গল বাগ-সহ তিন জঙ্গি নিহত হন।

আরও পড়ুন


চাচী-ভাতিজার পরকীয়া প্রেম; জানাজানির ভয়ে দু'জনেরই আত্মহত্যা

দেশের সব খাতেই উন্নয়নের ছোঁয়া লেগেছে: পরিকল্পনামন্ত্রী

কলারোয়ায় বিএনপি প্রার্থীর ভোট বর্জন

নলছিটি পৌরসভায় বিএনপি ও আ.লীগের স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন


তেহেরিক-ই-তালিবান জঙ্গিদের ঘনিষ্ঠ মঙ্গল বাগের মৃত্যু নিয়ে এর আগেও গুজব ছড়িয়েছিল।

তাই প্রথমে বিষয়টি বিশ্বাস করতে চাননি আফগানিস্তানের প্রশাসন। পরে বিষয়টি সত্যি বলে টুইট করে জানান নানগরহর প্রদেশের গভর্নর জিয়াউলহাক আমারখিল।

আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের ভাষ্যমতে, ২০০৬ সালে লস্কর-ই-ইসলাম নামে ওই জঙ্গি সংগঠনটি তৈরি করেছিল মঙ্গল বাগ। তারপর থেকে পূর্ব আফগানিস্তানের নানগরহর প্রদেশ ও পশ্চিম পাকিস্তানের বিস্তীর্ণ এলাকায় দেওবান্দী কট্টর ইসলামিক চিন্তাধারার প্রচার শুরু করে সে।  

পরে জঙ্গি কার্যকলাপ চালানোর জন্য মাদক পাচার, চোরাচালান, অপহরণ, ন্যাটোর কনভয়ে হামলা ও আফগানিস্তান এবং পাকিস্তানের ব্যবসায়ীদের কাছ থেকে টোল আদায় করত। ওই এলাকায় মঙ্গল বাগের মাথার মূল্য ৩০ লাখ মার্কিন ডলার ধার্য করেছিল আমেরিকার স্বরাষ্ট্রমন্ত্রণালয়।

news24bd.tv / কামরুল