পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে: ইসি সচিব

ফাইল ছবি

পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে: ইসি সচিব

অনলাইন ডেস্ক

তৃতীয় ধাপে ৬২টি পৌরসভায় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর।  

আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় নির্বাচন ভবনে নির্বাচনী প্রতিক্রিয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 তিনি বলেন, গণমাধ্যমসহ বিভিন্ন উৎস থেকে যে তথ্য পেয়েছি তাতে বলা যায় নির্বাচন সুষ্ঠু ও ভালো হয়েছে। মাত্র দুটি কেন্দ্রে ঝামেলা হয়েছে, তা ছাড়া ভোট শান্তিপূর্ণ হয়েছে।

দুটি কেন্দ্রে ঝামেলা হয়েছে, সেই হিসেবে বলা যায় এটা নগণ্য।

আরও পড়ুন


হরিনাকুন্ডুতে নৌকার প্রার্থী ও কোটচাঁদপুরে আ.লীগের বিদ্রোহী প্রার্থী জয়ী

কারা ভ্যাকসিনের রেজিস্ট্রেশন করতে পারবেন না জানালেন পলক

নোয়াখালীর চৌমুহনীতে স্বতন্ত্র প্রার্থী খালেদ সাইফুল্লাহ জয়ী

নকলা ও নালিতাবাড়ী পৌরসভায় আ’লীগের লিটন ও বাক্কার নির্বাচিত


ইসি সচিব বলেন, জামালপুরের সরিষাবাড়ি পৌরসভায় একটি কেন্দ্রে ১০টি পাতা হারিয়ে গিয়েছিল ফলে ভোট স্থগিত করা হয়েছে। একই সঙ্গে রিটার্নিং ও পোলিং অফিসারকে গ্রেপ্তার করা হয়েছে। কুমিল্লা বরুড়া পৌরসভায় একটি কেন্দ্রে ব্যালট বাক্স তছনছ করা হয়েছে।

ফলে একটি কেন্দ্রের নির্বাচন স্থগিত করা হয়েছে।

news24bd.tv / কামরুল