নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন রাঙামাটির আওয়ামী লীগ মেয়র প্রার্থী

নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন রাঙামাটির আওয়ামী লীগ মেয়র প্রার্থী

Other

রাঙামাটি পৌরসভা নির্বাচনকে ঘিরে ইশতেহার ঘোষণা করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. আকবর হোসেন চৌধুরী। ফের ক্ষমতা পেলে ১৯টি প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা উল্লেখ করেন তিনি।

শুক্রবার (০৪ ফেব্রুয়ারি) সকালে রাঙামাটি জেলা দলীয় কার্যালয়ে এক সংবাদ সন্মেলনের এ ঘোষণা দেন রাঙামাটি পৌরসভার সাবেক মেয়র ও বর্তমান আওয়ামী লীগ মেয়র প্রার্থী আকবর হোসেন চৌধুরী।

ইশতেহারে উল্লেখ করা হয়, এক হাজার আসন বিশিষ্ট রাঙামাটি পৌর অডিটরিয়াম নির্মাণ, ফিসারী বাধ রক্ষা ও সৌন্দয্যবর্ধন করণ (যদি হস্তান্তর করা হয়), শহরের বাইরে পরিবেশ বান্ধব ডাম্পিং গ্রাউন্ড নির্মাণ, পৌর এলাকায় ওয়াচ টাওয়ার নির্মাণ, পৌর এলাকায় ১০টি স্থানে ফ্রি ওয়াইফাই জোন স্থাপন, পৌর এলাকায় গরিব শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান, নিম্ন আয়ের মানুষদের জন্য ফ্রি চিকিৎসা ক্যাম্প, ইয়ুথ আইটি সেন্টার ও আইটি প্রশিক্ষণ কেন্দ্র চালুকরণ, স্বাস্থ্য সেবার উন্নয়নে অ্যাম্বুলেন্স সেবা, বৃক্ষরোপনের মাধ্যমে শহরকে সবুজায়ন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আশ্রয় কেন্দ্র স্থাপন, শহরকে সোলার প্যানেলের আওতায় এনে সিসিটিভির মাধ্যমে সেবা দেওয়া, নাগরিক সেবা বৃদ্ধির জন্য ওয়ানস্টেপ অনলাইন কল সেন্টার স্থাপন, শহরকে মাদকমুক্ত করা, শহরের গুরুত্বপূর্ণ স্থানে কিচেন মার্কেট নির্মাণ, শহরে এলাকাভিত্তিক নিরাপত্তা গেইট নির্মাণ, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যক্তিদের নামে বিভিন্ন সড়কের নামকরণ, শহরের বিভিন্ন স্থানে ডিজিটাল জায়ান্টস্ক্রিন স্থাপন এবং বিগত সময়ে  অসমাপ্ত পরিকল্পনা বাস্তবায়ন।

আরও পড়ুন:


স্তন ঝুলে যায় কেন?

দুম‌ড়ে গেল অ‌টোবাইক, মৃত্যু হলো মা-মেয়ের

৯টা-৫টা ডেস্ক ওয়ার্ক সম্ভব না: ভারতের সর্বকনিষ্ঠ পাইলট

প্রথমে দুই স্ত্রীর ঝগড়া, পরে ভাইয়ের হাতে ভাই খুন


মেয়র  প্রার্থী  মো. আকবর হোসেন চৌধুরী বলেন, পৌর এলাকায় কোনো ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র নেই। শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হবে। সেনা মোতায়েনের কোনো প্রয়োজন মনে করছি না।

তিনি জানান, ইভিএম যেহেতু নতুন তাই মানুষ উৎসাহ-উদ্দীপনা নিয়ে ভোট কেন্দ্রে ভোট দিতে আসবেন।

কোনো সমস্যা হবে না।

এ সময় রাঙামাটি জেলা আওয়ামী লীগের সহসভাপতি চিংকিউ রোয়াজা, সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. সোলায়মান, সাধারণ সম্পাদক মনসুর আলীসহ দলটির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

news24bd.tv তৌহিদ