বাসে টাকা ছিনতাইকাল যুবক আটক

বাসে টাকা ছিনতাইকাল যুবক আটক

Other

গাজীপুরের শ্রীপুরে বাস থেকে দেড় লাখ টাকা ছিনতাইকালে এক ছিনতাইকারীকে আটক করেছে মাওনা হাইওয়ে পুলিশ। আটক ছিনতাইকারীর নাম লিটন (৩৫)। তার বাড়ি ময়মনসিংহর কোতোয়ালি থানার পাটগুদাম এলাকার। তিনি দুলাল হোসেনের ছেলে।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এআরএম আল মামুন জানান, সুনামগঞ্জ জেলার সিজনি গ্রামের আব্দুল কালিমের ছেলে সেলিম রেজা ভেক্যু কেনার ভালুকা উপজেলার স্কয়ার মাষ্টার বাড়ি এলাকায় আসেন। সেখানে ভেক্যু পছন্দ না হওয়ায় বাসযোগে জয়দেবপুর যাওয়ার উদ্দেশ্যে আলম এশিয়া পরিবহন নামে একটি বাসে উঠেন। শনিবার বেলা সাড়ে ১২টায় বাসটি মাওনা ফ্লাইওভার অতিক্রমকালে আটক লিটনসহ তিন ছিনতাইকারী তাকে ঘিরে ধরে দেড় লাখ টাকা ছিনিয়ে নেয়।  

আরও পড়ুন:


আসামির সঙ্গে ঘুষ বাণিজ্যে ব্যস্ত এসআই, ঘটনাস্থলে হাজির কমিশনার

নেহার ফোন থেকে যে তথ্য পাওয়া গেল!

সাইবার ক্রাইমের ফাঁদে শ্রীলেখা!

নারীসঙ্গের গোপন ভিডিও ফাঁসকারীদের খুঁজছে কারা অধিদপ্তর

বাংলাদেশ-ভারতের বন্ধুত্ব রক্তের অক্ষরে লেখা: প্রধানমন্ত্রী


এ সময় বাসে থাকা অন্যান্য যাত্রীর ডাকচিৎকারে টহলরত মাওনা হাইওয়ে পুলিশের একটি টিম এগিয়ে এসে লিটনকে আটক করে এক লাখ টাকা উদ্ধার করে এবং অপর দুই ছিনতাইকারী ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

পরে তাকে আটক করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীপুর থানায় সোপর্দ করা হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাদকার ইমাম হোসেন জানান, ছিনতাইয়ের ঘটনায় ভিকটিম সেলিম রেজা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করছেন।

news24bd.tv / কামরুল