নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়ে গেল ৫ লাখ টুপি

নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়ে গেল ৫ লাখ টুপি

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় একটি গুদামে আগুন লেগে ৫ লাখ টুপি, ৫২ হাজার জায়নামাজ, ২৬ হাজার কার্পেট ও ১৬ হাজার ওয়ালমেট পুড়ে গেছে।

গতকাল রাতে উপজেলার তারাবো দিঘীরপাড় এলাকায় আগুন লাগার ঘটনটি ঘটে। খবর পেয়ে ডেমরা ও আদমজী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুইঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।


বাবা হারালেন অভিনেত্রী তারিন

রোহিঙ্গাদের ফিরিয়ে দেওয়ার বিকল্প নেই: বিশ্লেষক

করোনার টীকা কেন নিবেন?

মোটরসাইকেল কেড়ে নিচ্ছে স্বপ্ন


ক্ষতিগ্রস্ত গুদামের মালিক আবুল কাশেম পাটোয়ারি জানান, আগামী রমজান মাসকে সামনে রেখে বিপুল পরিমাণ টুপি ও জায়নামাজসহ বিভিন্ন প্রকারের উৎপাদিত পণ্য গুদামে মজুদ করে রাখেন।

গুদামটি তিনি ভাড়া নিয়ে নিজ ব্যবসা বাণিজ্য পরিচালনা করে আসছেন। সোমবার রাত দশটার দিকে দূর্বৃত্ত তার গোডাউনের পরিকল্পিতভাবে আগুন দিয়ে প্রায় সাড়ে ৩ কোটি টাকার মালামাল পুড়ে ফেলে। এর মধ্যে বেশীর ভাগই টুপি ও জায়নামাজ ছিল।

ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ ওসমান গনি জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ডেমরা স্টেশন থেকে দুইটি এবং আদম জী স্টেশন থেকে আরও দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।

প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নেভানো সম্ভব হয়।

news24bd.tv নাজিম