ভাই-বোনের সম্পর্কের রসায়ন নিয়ে 'প্যারোলে মুক্তি'

ভাই-বোনের সম্পর্কের রসায়ন নিয়ে 'প্যারোলে মুক্তি'

Other

ভাই-বোনের সম্পর্কের মধ্যে থাকে এক অদ্ভূত রসায়ন। যে সম্পর্কে বলে, জীবনও উৎসর্গ করা যায় অবলীলায়। এমনই এক গল্প নিয়ে নির্মিত হচ্ছে ভালোবাসা দিবসের নাটক। টিপু আলমের গল্পে যা নির্মাণ করছেন জিয়াউর রহমান।

প্রতিটি পরিবারেই ভাই-বোনের সম্পর্কটা থাকে দা-কুমড়োর রসায়ন। তবে এ রসায়নে নেই কোন বিপদ, কেবল আছে মান-অভিমান, খুঁনসুঁটি আর ঢের ভালোবাসার আপ্যায়ন।

এমন সম্পর্ককে নিয়ে এবারে তৈরি হচ্ছে ভালোবাসা দিবসের নাটক। নাম প্যারোলে মুক্তি।

জিয়াউর রহমান জিয়ার পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন, রাশেদ সীমান্ত, অর্ষা, সুষমা সরকার সহ একঝাঁক তারকা।


ট্রাম্প প্রশাসনের সব কৌঁসুলিকে পদত্যাগের নির্দেশ

আল জাজিরার প্রতিবেদনের বন্ধের সিদ্ধান্ত নিতে ৬ অ্যামিকাস কিউরি নিয়োগ

এবার অনন্য মামুনের ‘মেকআপ’ সিনেমা সেন্সর বোর্ডে নিষিদ্ধ

সেই ছোট থেকেই যে রোগে ভুগছেন কাজল আগরওয়াল


অন্যান্য নাটকের মতন ভিন্ন ধারার গল্প হওয়ায় এ নাটকটিও দর্শক মহলে প্রশংসিত হবে বলে জানান পরিচালক।

নাটকটির শ্যুটিং সম্পন্ন হয়েছে ইতোমধ্যেই। এখন চলছে সম্পাদনার কাজ। আগামি ১৪ই ফেব্রুয়ারি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে প্যারোলে মুক্তি।

news24bd.tv আয়শা