তেহরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে বিলম্ব অগ্রহণযোগ্য: রাশিয়া

তেহরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে বিলম্ব অগ্রহণযোগ্য: রাশিয়া

Other

ইরানের ইস্পাহানে পরমাণু স্থাপনায়, রুহানি প্রশাসন ধাতব ইউরেনিয়ামের কাজ শুরু করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক আণবিক সংস্থা। এমন পরিস্থিতিতে তেহরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে বিলম্ব অগ্রহণযোগ্য বলে দাবি করেছে রাশিয়া। এদিকে, কাতারে অনুষ্ঠেয় আন্তঃআফগান শান্তি আলোচনা আবারও স্থগিত হয়ে গেছে।  

ইরানের ওপর থেকে মার্কিন প্রশাসনের নিষেধাজ্ঞা প্রত্যাহার না করার ইঙ্গিতের পরই নতুন তথ্য দিলো আন্তর্জাতিক আণবিক সংস্থা।

আইএইএর মহাসচিব রাফায়েল গ্রোসি জানান, ইরানের ইস্পাহান পরমাণু স্থাপনায় ৩ দশমিক ৬ গ্রাম ধাতব ইউরেনিয়াম তৈরী করা হয়েছে। তেহরানের গবেষণা চুল্লির জ্বালানির প্রয়োজন মেটাতে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে রুহানি প্রশাসন।

চলমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইরান একইসাথে পরমাণু সমঝোতা ইস্যুতে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে রাশিয়া। রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ জানান, এ সঙ্কট নিরসনে গঠনমূলক পদক্ষেপ নিচ্ছে মস্কো।


বরিশালে ভূত আতঙ্কে নার্সিং ইন্সটিটিউটের ৪ ছাত্রী হাসপাতালে

নেত্রকোনায় খাবারের সন্ধানে এসে ধরা পড়ল চিতা বাঘের শাবক

গোনাহ থেকে মুক্তি লাভে যে দোয়া পড়তেন বিশ্বনবী

বড় ও নামি হাসপাতালে টিকা নিতে ভিড় বেশি


ইসলামী বিপ্লবের ৪২তম বিজয় বার্ষিকী উপলক্ষে ইরাক সীমান্তে বড় ধরণের সামরিক মহড়া শুরু করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। স্থল সীমান্ত নিরাপত্তা নিশ্চিতসহ যেকোনো হামলা মোকাবেলায় পদাতিক বাহিনী প্রস্তুত বলে জানান, আইআরজিসি'র প্রধান কমান্ডার।

এদিকে, কাতারে আবারও আফগান শান্তি আলোচনা স্থগিত হওয়ায় অনিশ্চিত হয়ে পড়েছে আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি। এরইমধ্যে কাবুলে ফিরে গেছেন তালেবানদের সাথে অংশগ্রহণকারী আফগান সরকার পক্ষের ৫ সদস্য। বহুল প্রত্যাশিত এই শান্তি আলোচনা শুরু হয়েছিল গেল বছরের ১২ সেপ্টেম্বর।

news24bd.tv আয়শা