বাংলাদেশ নৌবাহিনীতে চাকরির সুযোগ

বাংলাদেশ নৌবাহিনীতে চাকরির সুযোগ

অনলাইন ডেস্ক

বাংলাদেশ নৌবাহিনী চাকরির সুযোগ দিচ্ছে। এ সংক্রান্ত একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী। বাংলাদেশ নৌবাহিনীতে ‘নাবিক ও এমওডিসি (নৌ)’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম: নাবিক ও এমওডিসি (নৌ)।

শিক্ষাগত যোগ্যতা

ডিই/ইউসি : বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি/সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের অবশ্যই জিপিএ ৩.৫০ থাকতে হবে। এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিত থাকলে এবং বিএন ডকইয়ার্ড কো-অপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে ‘এ’ গ্রেড প্রাপ্ত প্রার্থীরা নিয়োগে অগ্রাধিকার পাবেন।

মেডিকেল: জীববিজ্ঞানসহ এসএসসি/সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের অবশ্যই জিপিএ ৩.৫০ পেতে হবে।

পেট্রলম্যান, রাইটার, স্টোর ও এমওডিসি (নৌ) : ন্যূনতম জিপিএ ৩.০০ পেয়ে এসএসসি/সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।

স্টুয়ার্ড ও কুক : ন্যূনতম জিপিএ ২.৫০ পেয়ে এসএসসি/সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।

টোপাস (পুরুষ) : অষ্টম শ্রেণি পাসে এই পদে আবেদন করা যাবে।

শারীরিক যোগ্যতা

সিম্যান ও এমওডিসি (নৌ) পদের জন্য প্রার্থীদের জন্য উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে। এ ছাড়া পেট্রলম্যান শাখার জন্য উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি ও অন্যান্য শাখার জন্য পুরুষদের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। প্রার্থীদের বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে। এ ছাড়া দৃষ্টিশক্তি ৬/৬ থাকতে হবে। ওজন উচ্চতা ও বয়স অনুযায়ী নির্ধারণ করতে হবে।

অন্যান্য যোগ্যতা

প্রার্থীদের বয়স আগামী ০১ জুলাই, ২০২১ তারিখে নাবিকের ১৭ থেকে ২০ বছর হতে হবে। তবে এমওডিসি  (নৌ) পদের জন্য বয়সসীমা ১৭ থেকে ২২ বছর। প্রার্থীকে অবিবাহিত ও সাঁতার জানতে হবে।

বেতন  স্কেল: নিয়োগ প্রাপ্তদের সশস্ত্র বাহিনীর নিয়ম অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ নৌবাহিনীর নির্দিষ্ট ওয়েবসাইটে (www.joinnavy.navy.mil.bd) আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ

২৮ ফেব্রুয়ারি, ২০২১।

বিস্তারিত 

 https://cutt.ly/CkB0Bli

news24bd.tv আহমেদ

আরও পড়ুন:


শাকিবের দেয়া স্ট্যাটাস নিয়ে যা বললেন রুনা লায়লা

একদিনের মধ্যে নায়িকাকে বিয়ে, প্রেগনেন্ট হতেই ডিভোর্স

ওজন ৩০২ কেজি, নেওয়া গেল না জরুরী বিভাগে অবশেষে মৃত্যু

চাকরি দেবে ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর