'শরীর আমার, সিদ্ধান্ত আমার'
টিকাবিরোধী বিক্ষোভ

'শরীর আমার, সিদ্ধান্ত আমার'

অনলাইন ডেস্ক

অস্ট্রেলিয়ায় করোনার টিকাদান কর্মসূচীর মধ্যেই ভ্যাকসিন না দেয়ার দাবিতে বিক্ষোভ করেছে অস্ট্রেলিয়াবাসী। শনিবার (২০ ফেব্রুয়ারি) দিনভর দেশটির মেলবোর্ন, সিডনিসহ প্রধান শহরগুলোতে সরকারের বাধ্যতামূলক টিকা গ্রহণের সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে রাস্তায় জড়ো হন হাজারো মানুষ।

এ সময় আমার শরীর, আমার সিদ্ধান্ত স্লোগান তুলে সরকারের টিকা কর্মসূচির বিরুদ্ধে নিজেদের অবস্থান ব্যক্ত করেন বিক্ষোভকারীরা।

শুধু অস্ট্রেলিয়া নয়, করোনা মোকাবিলায় সরকারের ভ্যাকসিন নীতির সমালোচনা করে বিক্ষোভ হয়েছে ফ্রান্সেও।


শারীরিক সম্পর্কে ভাই সাহেবই আনন্দ পেয়েছেন, আপনি পান নাই?

নাসিরের বউয়ের গোপন তথ্য ফাঁস, ঠকলেন নাসির (ভিডিও)

ভেজা কাপড়ে সমুদ্রপাড়ে কার সাথে উষ্ণতা ছড়াচ্ছেন নোরা!

স্ত্রীর সাথে ভালোবাসা দিবস পালন করে পুলিশের হাতে বিবেক!


আন্দোলনে অংশ নেয়া অন্যজন বলেন, বিশ্বব্যাপী এখন অনেক করোনার টিকা রয়েছে। তবে এর একটিও গবেষণার ক্ষেত্রে তার স্বাভাবিক প্রক্রিয়া অনুসরণ করেনি। যেখানে একটি কার্যকর টিকা আবিষ্কারে ১০ থেকে ১২ বছর লেগে যায়, সেখানে কী করে এক বছরেরও কম সময়ে টিকা বাজারে আসে তা আমার কাছে বোধগম্য না।

 news24bd.tv / নকিব